বিনোদননিউজ

অভিনয় জগতে ফের শোকের ছায়া, করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক!

গত বছরের তুলনায় করোনা এবছরে করোনা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ হয়ে পড়ছে নাজেহাল। সাধারণ মানুষ থেকে টলিউড ও বলিউড সমস্ত জায়গাতেই আক্রান্ত হয়ে পড়ছে। সমস্ত জায়গাতেই পড়ছে এর প্রভাব। এবারে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন অভিনয় জগতের এক জনপ্রিয় পরিচালক।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক থামাইরা করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন । মৃত্যুকালে পরিচালকের বয়স ছিল ৫৩ বছর। পেরিচালক করোনায় আক্রান্ত হয়েছেন ২০ দিন আগেই। তারপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। কিন্তু করোনার সাথে যুদ্ধ করতে করতে চেন্নাইয়ের ওই হাসপাতালে চলে গেলেন তিনি।

এই জনপ্রিয় পরিচালক থামাইরা নিজে বিবাহিত এবং তার এক কন্যা ও তিন পুত্র রয়েছে। কিংবদন্তী চিত্র পরিচালক কে বালচাদনের এবং ভারতীরাজার সহযোগী পরিচালক হিসেবে থামাইরা দক্ষিণ ইন্ড্রাস্টিতে কাজ করা শুরু করেন। পরিচালক থামাইরার পরিচালনায় তার প্রথম ছবি ছিল ‘রেট্টাইসুজি’। এ ছাড়াও ‘আন দেবাথি’, ‘মাই পারফেক্ট হাজব্যান্ডে’ এরকম নানান ওয়েব সিরিজে কাজ করেছেন পরিচালক থামাইরা।

এই জনপ্রিয় পরিচালক থামাইরার মৃত্যুতে ভেঙে পড়েছে অভিনয় জগৎ। সম্প্রতি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন দক্ষিণী ছবির কিংবদন্তী অভিনেতা বিবেক। দক্ষিণী সিনেমার জগতে এবার নেমে এসেছে শোকের ছায়া। সুরকার গ্রীবান টুইটারে লিখেছেন,”আর এক নক্ষত্রকে হারালাম আমরা। থামাইরা স্যর কখনই পয়সা বা খ্যাতির পিছনে ছোটেননি। ওঁর সঙ্গে কাজ করা আমার কাছে উপহার স্বরূপ ছিল। পরিবারের জন্য সমবেদনা রইল।” তার মৃত্যু সংবাদ পেয়ে বহু তারকাদের পাশাপাশি আরো অনেকেই তাকে শেষ শ্রদ্ধা জানায়।

Back to top button