বিনোদন

“ইচ্ছে আছে, নতুন বছরে নতুন ভাবে কাজ শুরু করব’’, অকপট ‘দেশের মাটি’র রাজা ওরফে রাহুল

আসন্ন নতুন বছরে রাহুল ব্যানার্জি ধরা দেবেন নতুন রূপে। অভিনয়ের পর এবার ছবি পরিচালনার কথা জানালেন রাহুল অরুণোদয় ব্যানার্জী। সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসে সেই কোথায় জানালেন রাহুল। সাক্ষী হিসেবে আরও উপস্থিত ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, জোজো মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়-রা।এর আগেও রাহুল দাদাগিরি মঞ্চে এসেছিলেন রাহুল। রাহুল সম্পর্কে সৌররাভ গাঙ্গুলী বলেন ‘‘রাহুল খুব মনোযোগী অংশগ্রহণকারী। কোনও বার খেলতে এসে ফাঁকি দেন না।’’

আগামী ৩১ অক্টোবর দেশের মাটির শেষ সম্প্রচার হবে। রাহুল এই ধারাবাহিকে রাজার ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মাত্র ২৩৫ পর্বেই টিআরপি কম থাকার কারণে ধারাবাহিকটি এখন অন্তিম পর্যায়ে। রুক্মার সাথে তার রসায়ণ এতটাই মিষ্টি ছিল যে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই জুটিকে কেন্দ্র করে খোলা হয়েছে গ্রুপ।

দাদাগিরি-র মঞ্চে রাহুল সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লেখা একটি গল্প পড়ে শোনান। সৌতাভ গাঙ্গুলী সেই লেখার প্রশংসা করে রাহুলকে জিজ্ঞেস করেন সে কেন গল্প বা চিত্রনাট্য লিখছে না ? সেই সময় রাহুল সকলের সামনেই বলেন ‘‘একটি চিত্রনাট্য লিখেছি। আমিই পরিচালনা করব। ইচ্ছে আছে, নতুন বছরে নতুন ভাবে কাজ শুরু করব।’’

দাদাগিরির এবারের সিজনেও শেষ হাসি হেসেছেন রাহুল। মোট পাঁচবার দাদাগিরির মঞ্চে বাজিমাত করলেন রাহুল। পুরুস্কার হাতে নিয়ে তিনি বলেন ‘‘এই নিয়ে পাঁচ বার আমার ঘরে এল এই বিশেষ ট্রফি।’’

Back to top button