ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা! অভিনেত্রী কতদূর শিক্ষিত জানেন? শুনলে অবাক হবেন আপনি
দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন রশ্মিকা মান্দানা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। নিজের অসাধারন ভঙ্গিমায় হাজারো ভক্তদের মন জয় করে নিয়েছেন এই এক্সপ্রেশন কুইন। রাতারাতি তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় বেশ কিছু সুপারহিট তেলেগু ছবির দৌলতে এবং তিনি হয়ে ওঠেন বর্তমানের ‘ন্যাশনাল ক্রাশ’। পুষ্পা বইয়ের ‘সামি সামি’ গানটিতে রশ্মিকার নাচ সারা ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে তার বেশ কিছুদিন আগেই তিনি পেয়েছিলেন জাতীয় ক্রাশের তকমা।
অভিনেত্রী কতদূর শিক্ষিত সেটা জানা আছে? সৌন্দর্য এবং অভিনয়ের দিক থেকে রশ্মিকা যেমন দক্ষিণ ভারতের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় এসেছেন ঠিক তেমনই শিক্ষাগত দিক থেকেও তিনি আর পাঁচজন অভিনেত্রীদের তুলনায় অনেকটাই এগিয়ে। অভিনেত্রীর ছোট থেকেই অভিনয়ের শখ থাকলেও পড়াশোনায় তিনি কখনও অবহেলা করেননি। রশ্মিকা কোডাগুর কুর্গ পাবলিক স্কুলে পড়াশোনা করেন।
এরপর স্কুলের পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য রশ্মিকা প্রি-ইউনিভার্সিটি কোর্স করতে মহীশূরের ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড আর্টসে ভর্তি হন। এরপর আবার বেঙ্গালুরুর রামাইয়া কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হয়েছিলেন তিনি। রশ্মিকার কাছে মনোবিজ্ঞান, ইংরেজি সাহিত্য এবং সাংবাদিকতায় ডিগ্রি রয়েছে। এরপর তিনি জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন এবং সরাসরি লাইমলাইটে চলে আসেন।
তার ছবি দেখে নির্মাতারা মুগ্ধ হয়ে যান। এরপরেই তার হাতে ছবির সুযোগ আসে। ২০১৬ সালে ‘করিক পার্টি’ সিনেমার হাত ধরে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর থেকে তার কাছে একের পর এক ছবির সুযোগ আসতেই থাকে। রশ্মিকা এখন দক্ষিণের পাশাপাশি বলিউড ছবিতেও অভিনয় করছেন।