বিনোদন

কালো ব্লেজার খুলতেই বেরিয়ে এল হট ‘ক্লিভেজ’, উদ্দাম শরীরী নেশায় মত্ত অলিভিয়া, ভাইরাল ভিডিও

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। তিনি দেখতে খুব সুন্দরী হলেও বেশিরভাগ মা -কাকিমার তাকে সহ্য করতে পারেন না। আর এর একটি অন্যতম কারণ হলো যিনি আসলে টেলিভিশনের খল নায়িকা। আর এই খল নায়িকার চরিত্রে অভিনয় মানেই হিরোইনের পেছনে লেগে থাকা।

অলিভিয়া সবার প্রথম টেলিভিশনের পর্দায় পা রাখেন ‘বোঝেনা সে বোঝেনা ‘ধারাবাহিক দিয়ে। কিন্তু এরপর তিনি ‘সীমা-রেখা’ ধারাবাহিকেসীমারেখা’র টিয়া কিংবা ‘জয়ী’র মালিনী রূপে মা কাকিমাদে মনে রাগ ধরিয়েও মজিয়ে দিয়েছেন নিজের দক্ষ অভিনয়ের গুণে।এই প্রসঙ্গে অলিভিয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সরল ও মিষ্টি ভোলাভালা নায়িকার রোলের তুলনায় বদমেজাজি ও কুটিল চরিত্রে অভিনয় করতেই বেশি পছন্দ করেন।সেই সাথে তিনি বলেন নায়িকার চরিত্রের তুলনায় নেগেটিভ চরিত্রে অভিনয় করা বেশ কঠিন।

এরপর অলিভিয়ার ভাগ্যের চাকা ঘুরে যায় জনপ্রিয় ওটিটি প্লার্টফর্ম হইচই’র ‘মন্টু পাইলট’ -এ অভিনয় করে। তিনি সেই ওয়েবসিরিজে ছক ভাঙা চরিত্রে অভিনয় করে যৌন কর্মীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তাকে মিষ্টি চেহারার ভঙ্গি ছেড়ে চরিত্রটিকে করতে হয়েছে বাস্তব ও বিশ্বাসযোগ্য। আর এই বিশেষ চরিত্রে অভিনয় কে তিনি সেই সময় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ও তাতে তিনি উত্তীর্ণ হন। সেই সাথে তিনি পান বিপুল মানুষের ভালোবাসা।

সম্প্রতি একটাই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। যেখানে দেখা যাচ্ছে, সাদা কালো পোশাকে উষ্ণতা ছড়াতে । যেখানে নানা রকম ভঙ্গিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।ভিডিওটিতে অলিভিয়া তার পরনের কালো ব্লেজার খুলতেই বেরিয়ে আসে সাদা রঙের অন্তর্বাস ।যা দেখে নজর আটকে যায় নেটিজেনদের । ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে যায় । বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।

 

View this post on Instagram

 

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

 

View this post on Instagram

 

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

Back to top button