বিনোদন

সৃজিতের স্ত্রী মিথিলার পথেই হাঁটছে তার ছোট বোন

বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করে এখন ছোটপর্দার দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন মুহুরি রাশিদ। শুধু বিজ্ঞাপন নয় তিনি অভিনয় করেছেন বিভিন্ন শর্ট ফিল্ম ও নাটকেও। তবে তিনি জানিয়েছেন এক বছরের মধ্যেই তিনি তার বড় বোন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পথে হাঁটতে চলেছেন। এক কোথায় তিনি জানিয়েছেন যে খুব শিগ্রই তিনি নিয়মিত ভাবে অভিনয় করা শুরু করবেন।

এই প্রসঙ্গে মিসৌরি বলেন ছোটবেলায় বোনদের কাজ টেলিভিশনে দেখতাম, তখন থেকেই মনে হতো আমিও কেন করব না। বিশেষ করে মিথিলা ও মিম দিদি মিলে ক্লোজ আপের একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিল। ওই সময়ই আগ্রহটা আরও বেড়ে যায়।
ইতিমধ্যে মিশৌরী ১৫ টির বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এবার তিনি পাকাপাকি ভাবে নাটক ও সোমপদৈর্ঘের বিভিন্ন সিনেমায় অভিনয় করতে চলেছেন।

মিশৌরী রশিদ আরো বলেন, আমার পরিবার সংস্কৃতিমনা। ছোটবেলা থেকেই নাচ-গান শিখেছি। শুরুটা পারিবারিকভাবে হলেও নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি। এক বছর আগে সুবর্ণা মুস্তাফার একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এরপর অভিনয়ে কিছুদিন বিরতিতে ছিলাম। ফের নিয়মিত কাজ শুরু করেছি।

এছাড়াও তিনি আরো বলেন ‘ক্যামেরার পেছনেও কাজ করার আমার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করবো।’

Back to top button