বিনোদন

রিয়া চক্রবর্তী সম্পর্কে আকর্ষণীয় ১০টি তথ্য, জেনেনিন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বেশ আলোচিত নাম রিয়া চক্রবর্তী।কারণ, সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী বলে মনে করা হচ্ছে।এমনকি জানা যায়, রিয়া নাকি সুশান্তের পরিবারের বিরুদ্ধেও মামলা করেছেন। তবে আজ জানাবো রিয়া চক্রবর্তী সম্পর্কে অজানা ১০টি তথ্য। তাহলে জেনে নেওয়া যাক-

১-রিয়া ঘুরতে যেতে বিষণ ভালোবাসেন। তবে একা নয়।

২-‘ব্যান্ড বাজে বারাত’ ছবিতে কাজ করতে না পেরে নাকি বেশ ভেঙে পড়েছিলেন রিয়া।আর সেখান থেকে বের হতে অনেক সময় লেগেছিলো।

৩-সুশান্তের আগে নাকি রিয়া আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করেছিলেন। তবে হঠাৎ একদিন বিচ্ছেদ হয়ে যায়।

৪-রিয়া নাকি খেলাধুলো করতে বিষণ ভালোবাসেন।

৫-রিয়ার বলিউডের পছন্দের নায়ক সালমান খান। আর পছন্দের নায়িকা মাধুরী দীক্ষিত।

৬-বাড়িতেও শরীর চর্চা করতে ভালোবাসেন রিয়া চক্রবর্তী।

৭-রান্না করতেও বিষণ ভালোবাসেন রিয়া।

৮-সুশান্তের সঙ্গে রিয়ার প্রথম দেখা হয় এক পার্টিতে।

৯-পড়াশোনা করতে অতটাও ভালোবাসতেন না রিয়া।

১০-ছোট থেকে বেশ আদোরে বড় হয়েছেন।

Back to top button