কেরিয়ারের শুরুতেই ব্যর্থ, বাদ পড়েছিলেন টেলিভিশন শো থেকেও, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন জিৎ
টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন জিৎ। দীর্ঘ সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন অভিনেতা জিৎ। ইন্ডাস্ট্রিতে ২১ বছর পার করে ফেললেন জিৎ। টলিউডের ‘বস’ তিনি। অভিনয় করেছেন প্রচুর সুপারহিট ছবিতে। কিন্তু অভিনেতার এই কেরিয়ারের পথটা ততটা সহজ ছিল না। এই স্ট্রাগল নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন অভিনেতা।
জিতের কেরিয়ার শুরু হয়েছিল তেলেগু ইন্ডাস্ট্রির হাত ধরে। ২০০১ সালে ‘চাঁদু’ ছবির হাত ধরে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেতা জিৎ। তবে বক্স অফিসে সেই ছবি ফ্লপ হয়েছিল। কেরিয়ারের শুরুর দিকের স্ট্রাগল নিয়ে বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘কেরিয়ারের শুরুতে আমার প্রচুর ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। পারফর্ম করতে পারিনি বলে একটি টেলিভিশন শো থেকে আমায় বাদ দিয়ে দেওয়া হয়। এরপর একটি তেলেগু ছবিতে কাজ করেছিলাম। কিন্তু সেই ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়েছিল’।
তিনি আরও বলেছেন, ‘নিজেকে নিয়ে মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করেছিল। আমার শুধু মনে হতো আমি কি এই কাজের জন্য ঠিক ব্যক্তি? অভিনয় চালিয়ে যাব নাকি ছেড়ে দেব? একটা সময় আমি রাতে না ঘুমিয়েই রাত কাটিয়েছি। তবে ঈশ্বরের আশীর্বাদে এখন সবকিছু ঠিক আছে’।
‘চাঁদু’ ফ্লপ হওয়ার পর কলকাতায় চলে আসেন জিৎ। এরপর তার দেখা হয় পরিচালক হরনাথ চক্রবর্তীর সঙ্গে। পরিচালক তাকে স্টুডিওয় দেখা করতে বলে। এরপরই সুপারহিট ‘সাথী’ ছবি দিয়েই টলিউডে পদার্পন করেন অভিনেতা। উল্লেখ্য, আর মাত্র কয়েকদিন পরই রিলিজ হতে চলেছে জিতের আসন্ন সিনেমা ‘চেঙ্গিজ’। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পেতে চলেছে তার এই ছবি। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে জিত্। এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পাবে কোনো বাংলা ছবি।