‘ম্যায় ফির ভি তুমকো চাহুঙ্গা’, মঞ্চে গাইছেন অরিজিৎ, স্বামীর সাথে সুরে সুর মেলালেন স্ত্রী কোয়েল
সংগীত জগতের অন্যতম উজ্বল ও জনপ্রিয় তারকা হলেন অরিজিৎ সিং। অরিজিৎ নিজের ব্যক্তিগত জীবনকে লাইম লাইট থেকে দূরে সরিয়ে রাখতেই ভালোবাসেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের জনপ্রিয় এই গায়ক একদম মাটির মানুষ বলেই জানিয়েছেন পরিচিতরা। বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। তার সাধারণ জীবনযাপন বরাবরই অবাক করে তোলে সকলকে।
তবে গান ছাড়াও এসব কারণের জন্য বারংবার সংবাদে শিরোনামে উঠে আসেন তিনি। কিন্তু এবার একেবারেই ভিন্ন এক কেমিস্ট্রিতে ধরা দিলেন গায়ক। স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়ে সকলকে রীতিমতো চমকিত করে তুললেন অরিজিৎ! সম্প্রতি শিলিগুড়িতে এক কনসার্টে গিয়েছিলেন অরিজিৎ সিং।
তবে সেই কনসার্ট করতে যাওয়ার জন্য কোনরকম বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার কিছুই নেননি গায়ক। সাধারণ মানুষের মতোই ট্রেনে করে শিলিগুড়ি গিয়েছিলেন তিনি। এদিন স্টেশনে তার অনুগামীদের ভিড় দেখা দিয়েছিল। সেই ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছিল নেটদুনিয়ায়। তবে এর পাশাপাশি আরও একটি দৃশ্য রয়েছে, যা ইতিমধ্যেই সকলের নজর কেড়ে নিয়েছে।
সম্প্রতি শিলিগুড়িতে কনসার্টে উপস্থিত ছিলেন অরিজিতের স্ত্রী কোয়েলও! সেখানে কখনো বা স্বামীর গানের সাথে টুকটাক গলা মেলাচ্ছিলেন কোয়েল আবার কখনো বা তার গানের তালে তালে নেচে উঠছিলেন। আবার মাঝে মধ্যেই গায়ক অরিজিত সিংও দেখে নিচ্ছিলেন তার স্ত্রীর দিকে এক ঝলক।