Nora-Guru: প্রেম করছেন গুরু-নোরা, গোয়ায় কাটাচ্ছেন তারা একান্ত ব্যক্তিগত সময়!
নোরা ফতেহি (Nora Fatehi) এই মুহূর্তে ভারত তথা এশিয়ার অন্যতম বেলি ডান্সার। লুপ্তপ্রায় বেলি ডান্সকে আবারও উজ্জীবিত করে তুলেছেন নোরা। এবার তাঁর বেলি ডান্সের ঝলক দেখা গেল ‘ইন্ডিয়া’জ বেস্ট ডান্সার সিজন 2’-এর মঞ্চে।
এই মুহূর্তে নেটদুনিয়ায় নোরার বেলি ডান্সের ভিডিও সুপার ভাইরাল হয়েছে। ভিডিওতে নোরার পরনে রয়েছে নীল রঙের ফুল স্লিভ ক্রপ টপ ও লং স্কার্ট। ‘ইন্ডিয়া’স বেস্ট ডান্সার’-এর মঞ্চে একজন প্রতিযোগীর অনুরোধে ‘দিলবর’ গানের সঙ্গে বেলি ডান্স করেছেন নোরা। তাঁর নাচ দেখে রীতিমত উচ্ছ্বসিত শোয়ের বিচারক টেরেন্স লুইস(Terrence Lewis), মালাইকা অরোরা (Malaika Arora), গীতা কাপুর (Geeta Kapoor)। নোরা এই শোয়ে অতিথি হয়ে এসেছিলেন। প্রত্যেক শনিবার ও রবিবার সোনি চ্যানেলে রাত আটটার সময় সম্প্রচারিত হচ্ছে ‘ইন্ডিয়া’স বেস্ট ডান্সার সিজন 2’।
কয়েক মাস আগে রিলিজ করেছে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ফিল্মটি। এই ফিল্মে অজয় দেবগণ (Ajay Devgan ) ও সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)-র পাশাপাশি অভিনয় করেছেন নোরা ফতেহিও। এছাড়াও আবু জানি খোসলা (Abu Jani khosla) ও সন্দীপ খোসলা (Sandip Khosla)-র ফ্যাশন ফিল্ম ‘ইনটু দি লাইট’-এর জন্য নোরার সাথে তাঁদের কোলাবোরেশন হয়েছে। নোরার রাজকীয় লুকের ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নোরার পোশাকে ব্যবহার করা হয়েছে মুক্তো ও চিকনকারির কাজ। ‘ইনটু দি লাইট’ ভারতীয় ফিল্মের জগতে একটি বিশেষ দিশা। এর আগে ফ্যাশনের খুঁটিনাটি নিয়ে ডকুমেন্টারি তৈরি হলেও ফিল্ম তৈরি হয়নি।
নোরা ও গুরুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, তারা সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। নোরার পরনে ছাই রঙা টপস ও কালো শর্টস। অন্যদিকে গুরু পরেছেন প্রিন্টেড শার্ট ও শর্টস। তাদের মুখে হাসি, অঙ্গভঙ্গিমায় ঘনিষ্ঠতার ইঙ্গিত।
এ ছবি দেখে নেটবাসীর মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি প্রেমে পড়েছেন গুরু-নোরা? প্রশ্নের উত্তর এখনো অজানা। কেননা তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।
উল্লেখ্য, নোরা ফাতেহি কানাডিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তবে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। নানা কাঠখড় পুড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’, ‘কুসু কুসু’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন নোরা।
অন্যদিকে গুরু রানধাওয়া ভারতের পাঞ্জাবি গায়ক। তার ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘সুট সুট’সহ অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন।