সংগীতের জলসায় ‘গুনগুন’, লেহেঙ্গা চোলিতে আবেদনময়ী তৃনা, মুহূর্তে ভাইরাল ছবি
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। তৃনার ভক্তের সংখ্যা যে কম নয়, একথা নিশ্চই অজানা নয়।তৃনা অভিনয় দিয়ে মন জয় করেছেন একাধিক ভক্তের । তবে শুধু অভিনয় দিয়েই নয়, সোশ্যাল মিডিয়ায় নিজের হট ছবি ভিডিও দিয়েও মন জয় করেছেন ভক্তদের। তৃনা যে ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করে তা রীতিমত ভাইরাল।
বর্তমানে তৃনা সাহা যে ষ্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। যেখানে তৃনাকে দেখা যায় ‘গুনগুন’ চরিত্রে।’গুনগুন’ চরিত্রটি বেশ পছন্দ ভক্তদের । তাই তো সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ভক্তরা হাতে এক কাপ চা নিয়ে বসে পড়েন ‘খড়কুটো’ দেখার জন্য।আর সেখানেই সংগীতের জন্য একেবারে প্রস্তুত নিয়েছেন তৃনা।সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি পোস্ট করে রীতিমত ঝড় তুলছেন ‘খড়কুটোর’ নায়িকা।
View this post on Instagram
সম্প্রতি গুনগুন অর্থাৎ তৃনা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে তাকে দেখা গিয়েছে, পরনে লেহেঙ্গা চোলি, গা ভর্তি গয়নায় নাচ করছেন অভিনেত্রী তৃনা সাহা। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক-কমেন্টের।
View this post on Instagram