বিনোদনভাইরাল ভিডিও

Dady Mummy, গানের তালে দুর্দান্ত নাচ মিঠাই-সিডের ছোট মেয়ে মিষ্টির, ভিডিও দেখে প্রশংসায় ভরালো নেটিজেনরা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। জি বাংলার পর্দায় জনপ্রিয় এই সিরিয়ালকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টিআরপি কমলেও জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। সিরিয়ালের একদিকে যেমন মিঠাইয়ের ছেলে রয়েছে শাক্য তেমনই রয়েছে তাদের মেয়ে। তার নাম মিষ্টি।

বাস্তবে তার নাম অনুমেঘা কাহালি। অভিনয়ের দ্বারা অনুমেঘা মানুষের মন জয় করে নিয়েছে। এখন সে মিঠাই এবং সিদ্ধার্থের ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করছে। তার অভিনয় যেমন পাকা পাকা, বাস্তবেও সে ততটাই চঞ্চল। এত ছোট বয়সেই অনুমেঘা স্টার হয়ে গিয়েছে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই খুদে শিশুশিল্পী। মাঝেমধ্যেই রিল ভিডিওতে নজর কাড়েন। দিনে দিনে তার ফ্যান ফল্লওইং বেড়ে চলছে । ছোট্ট অনুমেঘা যেমন খুব ভালো অভিনয় করে, ততটাই ভালো নাচও পারে। বিশেষত তার নাচের সময় এক্সপ্রেশন হয় দেখার মত। মাঝেমধ্যেই তার অনেক নাচের ভিডিও নেটপাড়ায় দেখা যায়।

আবারও তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি এবার তাকে ‛Daddy Mummy’ গানের তালে নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে নীল রঙের প্যান্ট ও টপ। ভিডিও শেয়ার করে অনুমেঘা ক্যাপশনে লিখেছেন যে, ‛লেটস ডান্স’। তারপর থেকে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কিউট’। আবার কেউ লিখেছেন ‛মিত্তি’।

Back to top button