সুখবর: এই প্রথম সিরিয়ালের নায়িকা হয়ে ফিরছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়
স্নেহা চ্যাটার্জি একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। যিনি দীর্ঘদিন ধরে এই শিল্পে আছেন। একসময় তিনি জল নূপুর, পুণ্যি পুকুর, নকশী কাঁথা এবং সুবর্ণলতার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে মানুষের মন জয় করেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে নেতিবাচক চরিত্রে দেখেছি আমরা সবাই ।
গত দুই বছর ধরে ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে না অভিনেত্রী স্নেহা চ্যাটার্জিকে। একমাত্র কারণ গর্ভবতী হওয়ার পর থেকে তিনি আর ক্যামেরার সামনে আসেননি। দুই বছর পর জি বাংলার ধারাবাহিক ‘লালকুঠি’ দিয়ে কামব্যাক করছেন স্নেহা। দুর্ভাগ্যবশত, এই সিরিজটি শুধুমাত্র 7 মাস পরে বন্ধ করা হয়েছিল।
এরপর তাকে পঞ্চমী ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দেখা যায়। যদিও সাময়িক। তবে এবার প্রথম নায়িকা হিসেবে ফিরে আসবেন তিনি । হ্যাঁ, জি বাংলার নতুন ধারাবাহিকের নায়িকা হবেন স্নেহা । শীঘ্রই প্রচার শুরু হবে। মনে হচ্ছে এই সিরিজে মোট চার নায়িকা থাকবেন।