‘গৌরি নাম বদলে নাম রাখতে হবে আয়েশা, সর্বক্ষণ পরতে হবে বোরখাও’ স্ত্রীকে নির্দেশ শাহরুখের
বলিউডের জনপ্রিয় নায়ক হলেন শাহরুখ খান। তাকে বলিউডের বেতাজ বাদশা বলে অভিহিত করা হয়। তবে তিনি যে শুধু পর্দার তারকা তা কিন্তু নয়। তিনি বাস্তব জীবনের এক সফল মানুষও। তার স্ত্রী গৌরির সাথে প্রেমের বন্ধন থেকে বিবাহ বন্ধনে অবোধ হন ১৯৯১ সালে। আর সেই থেকেই তারা একসাথে পালন করছেন সংসার জীবন। আর তাদের এই বৈবাহিক জীবন এবার পা দিয়েছে ২৯ বছরে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদ পত্রে শাহরুখ খান তার বৈবাহিক জীবনের বিভিন্ন মজার বিষয় তুলে ধরেছেন এমনকি তিনি ওই সাক্ষাৎকারে এটাও স্বীকার করে নেন যে তিনি একবার তার স্ত্রী কে নাম পরিবর্তন করে আয়েশা রাখতে বলেছিলেন ও বোরখা পড়তে বলেছিলেন।
সেই সাক্ষাৎকারে শাহরুখ খান তার বৈবাহিক জীবনের স্মৃতি চারণ করে বলেন ‘ ‘ভালোবাসার কোনো নিয়ম কানুন আছে বলে আমার জানা নেই। গৌরি স্ত্রীর থেকেও বড় কথা সে আমাদের হৃদয়ের অংশ। আমাদের বিয়ের অনুষ্ঠানের দিন বেশ একটা মজার স্মৃতি আমার মনে আছে। বিয়ের দিন পুরো বাড়ি আমন্ত্রিত মেহমান দিয়ে ভরা। যাদের মাঝে অনেকে পাঞ্জাব থেকে এসেছিলেন। আমি একটা জিনিস খেয়াল করলাম কেমন যেন সবার মাঝে বেশকিছু কৌতুহল জন্ম নিয়েছে। অনেকে দেখলাম আলোচনা করছিল গৌরি কি মুসলামান নাকি হিন্দু।
গৌরি মুসলমান হলে নাম এমন কেন? শাহরুখ কি তার স্ত্রীর নাম বদল করবে না? সে কি নামাজ পরা শিখেছে? আরো অনেক কিছু।
তখন আমি গৌরিকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি বোরকা এবং নামাজ পরে সবার সামনে দেখাও। আর তোমার নাম পরিবর্তন করে আয়েশা রাখো।’ যদিও আমার সেই কথায় বাড়ির সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল। কারণ আমার বাড়ির মানুষ জানতো আমি ধর্মীয় ব্যাপারে সব ধর্মকে শ্রদ্ধা করি।’
আর সেই ঘটনা ঘটে যাবার অনেকদিন পর কফি উইথ করন শো তে এসে গৌরী জানিয়েছেন যে শাহরুখ তাকে সেদিনের পর থেকে কোনোদিন ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেয়নি। হয়তো সেদিন শাহরুখ তাদের দূর দূরান্ত থেকে আসা আত্মীয়দের কৌতূহল দেখেই এই কথা বলেছিলো।
গৌরী সেই শো তে বলেছিলেন ‘‘আমার ধর্ম বদলানোর ব্যাপারে কোনো পরিকল্পনা মাথায় আনতে হয়নি কোনোদিন। শাহরুখ কখনোই আমাকে এসব নিয়ে বলে না। আমাদের বড় ছেলে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। তবে আমাদের বাসায় ধর্মীয় ব্যাপারগুলো বেশ সহনশীলভাবে দেখা হয়।’