সমুদ্রের ধারে বসেই রানীমা দিলেন কলেজের পরীক্ষা, অভিজ্ঞতা শেয়ার করে জানালেন কোন বিষয়ে কতটা নাম্বার পেলেন
করোনা আবহে বন্ধ হয়ে গেছে সমস্ত কিছু। স্কুল, কলেজ ও নানান শিক্ষাপ্রতিষ্ঠান। আর সেই কারণেই বাড়িতেও নেই পড়ার নমুনা। বাবা মায়ের দাবি যে বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। পড়াশুনো আর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ বাবা মায়েদের মনে। কিন্তু পর্দার রানীমা ওরফে দিতিপ্রিয়া সে তো নিজের আমেজেই রয়েছে।
দিতিপ্রিয়া অভিনয়ের সাথে সাথে পড়াশোনাও মন দিয়ে চালিয়ে যাচ্ছে। অভিনয়ে তার দক্ষতা যেমন আছে তার পাশাপাশি পড়াশোনাতেও কিছু অংশে কম নয়। উচ্চমাধ্যমিক শেষ করে কলেজে উঠে গিয়েছেন তিনি। চলছিল কলেজের বার্ষিক পরীক্ষা তার।একদিকে পরীক্ষা, অন্যদিকে কাজের বিরতি নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন তিনি। একদিকে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিলেন সেখানে সমুদ্রের মজা নিচ্ছিলেন পাশাপাশি কলেজের বার্ষিক পরীক্ষা দিয়েছিলেন অনলাইনে।
সম্প্রতি কিছুদিন আগেই রানীমার হাতে তার পরীক্ষার রেজাল্ট এসেছে। তাজপুরে থাকা কালীন পরীক্ষায় বসেছিলেন পর্দার রাণীমা ওরফে দিতিপ্রিয়া। আর সেদিনই নাকি তার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল । নাম্বার প্রকাশ পাওয়ার পর জানা যায় যে তিনি রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছেন ৭৭ নম্বর। আর সমাজবিজ্ঞানে তার ৮০ ছাড়িয়ে গিয়েছে। ইংরেজিতে পেয়েছেন ৯০। আর পরীক্ষার এরকম ফলাফলে বেশ খুশি অভিনেত্রী দিতিপ্রিয়া।
View this post on Instagram
জী বাংলায় বর্তমান একটি খুবই জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যিনি বর্তমানে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে। যেখানে তাকে দেখা যায় রানীমার চরিত্রে। ৪ বছরেরও বেশি সময় ধরে চলছে ধারাবাহিক। ‘রানী রাসমণি’তে অভিনয় করে ভক্তদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। উল্লেখ্য, খুব শীঘ্র শেষ হচ্ছে করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিক।তবে, মন খারাপ রাণীমার। কারণ, আর কিছু এপিসোডের পর তাকে আর দেখা যাবে না এই ধারাবাহিকে। এই ধারাবাহিকে দেখা না গেলেও পরবর্তীতে তিনি ফিরছেন বড় পর্দার অচেনা উত্তম সিনেমার মাধ্যমে।