কি এমন হলো ? যে পরিচালক থেকে সহ-অভিনেতা, সকলেই মনে করছে এখন সুশান্ত কে ?
সম্প্রতি ঘোষণা হয়ে গেলো চলচিত্রের জাতীয় পুরুষ্কারের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সুশান্ত সিং রাজপূত অভিনীত ‘ছিছোরে’ সিনেমাটি। সিনেমায় প্রয়াত অভিনেতা অভিনয় করেছিলেন মধ্যবয়স্ক এক ডিভোর্সি ব্যক্তির চরিত্রে যার পুত্র সন্তান আত্মহত্যার চেষ্টা করে। আর সেই সিনেমায় গল্পের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে জীবনের শেষ পরিণতি যে আত্মহত্যা নয় ও আত্মা হত্যা হতেও পারেনা তাই বুঝিয়ে দেওয়া হয়েছিল সেই সিনেমায়। এই সিনেমায় অভিনয় করেছিলেন সুশান্ত ছাড়াও শ্রদ্ধা কাপুর ও প্রতীক বব্বর। এবারের ৬৭ তম জাতীয় চলচিত্র পুরুস্কারে সেরা চলচিত্র হিসেবে মনোনীত হয় ‘ছিছোরে’।
শুধু পরিচালক নন, প্রযোজক সাজিদ নাদিওয়ালা এক বিবৃতিতে বলেছেন “নাদিওয়ালা গ্র্যান্ডসন এন্টারেটেনমেন্টের পক্ষ থেকে আমি এই অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করছি। আমরা ওঁর শোক কখনও কাটিয়ে উঠতে পারব না তবে আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যে ওঁর পরিবার এবং ভক্তদের যাদের মধ্যে আমিও পড়ি তাঁদের এই পুরষ্কার খানিকটা হলেও আনন্দ দেয়। এই ফিল্মটি আমাদের উপহার দেওয়ার জন্য নীতেশ তিওয়ারির কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
অভিনেত্রী শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে লেখেন ‘“ধন্যবাদ আপনাকে, নীতেশ তিওয়ারি এবং নাদিওয়ালা গ্র্যান্ডসনস্ আমাকে এই সুন্দর ফিল্মের একটি অংশ নেওয়ার জন্য। সুশান্ত তোমাকে মিস করছি। ধন্যবাদ ,জাতীয় পুরষ্কার কমিটিকে, ‘ছিছোরে’র পুরো টিমকে ধন্যবাদ।’
অভিনেতা বরুন শর্মা যিনি এই সিনেমায় অভিনয় করেছিলেন ‘সেক্সা’-র চরিত্রে। তিনিও এই পুরস্কারটি উৎসর্গ করেছিলেন সুশান্ত কে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন ‘এমন এক ফিল্ম যা আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল। এমন এক ফিল্ম যা আমাদের হৃদয়ের খুব কাছের। এটা আপনার জন্য কাম্মো (ছিছোরে-তে সুশান্তের চরিত্রের নাম)।’