বিনোদন

রাধিকাকে ভুলে এই টেলি নায়িকার সঙ্গে প্রেম করছেন কর্ণ, চিনেনিন কে এই নায়িকা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলবো তোমায়’। সেখানে যেন জমে উঠেছে প্রেম খুনসুটির মধ্য দিয়ে রাগ অভিমান। সন্ধ্যে হলেই যেন তা দেখার জন্য বসে থাকেন ভক্তরা । কবে আবার নতুন করে কাছাকাছি আসবে কর্ণ-রাধিকা। এই নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। দীর্ঘদিন পর আবারও টিআরপির-রেটিং-এর তালিকায় উপরের দিকে উঠে আসছে ‘কী করে বলবো তোমায়’।

তবে এবার নতুন খবর। শোনা যাচ্ছে, টালিউডের জনপ্রিয় অভিনেতা ক্রুশাল অর্থাৎ কর্ণ নাকি গোপনে প্রেম করছেন । কিন্তু কার সঙ্গে? অভিনেতা ক্রুশাল পর্দায় রাধিকার প্রেমে হাবুডুবু খেলেও বাস্তবে তা নয়। বাস্তবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে প্রেম করছেন অভিনেতা। এবারের দীপাবলিতে নাকি একসঙ্গে মেতে উঠেছিলেন ক্রুশাল-অদ্রিজা।

প্রসঙ্গত, এবারের দীপাবলিতে একসঙ্গে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ক্রুশাল ও অদ্রিজাকে। এই জুটি একসঙ্গে ছবিও তুলেছেন। অরে সেই পোস্ট করলেন অভিনেত্রী অদ্রিজা নিজেই। তবে ক্রুশাল-অদ্রিজা এখনো তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এই প্রেমিক জুটি কিছু না বললেও ভক্তদের যে আর বুঝতে বাকি নেই এটা ভালো ভাবেই বোঝা যাচ্ছে।

Back to top button