বলিউডের ইতিহাসে এই প্রথমবার, একই ছবিতে অভিনয় করবেন তিন ‘খান’
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর এবার একই সিনেমায় দেখা যাবে বলিউডের তিন খান কে। বলিউডের ইতিহাসে এই প্রথম ঘটতে চলেছে এমন ঘটনা। শোনা যাচ্ছে আমির খানের আপকামিং ছবি ‘লাল সিং চাড্ডার’ জন্যই দর্শকদের কাছে আস্তে চলেছে এমন সুযোগ। সিনেমার পর্দায় একই সিনেমায় একসাথে দেখা যাবে তিন খান কে।
বলিউডের সালমান -আমির শারুখ আসছেন একই সাথে একই সিনেমায়। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শারুখ খান বলেছিলেন যে একসাথে তিন খানকে পর্দায় নিয়ে আসা বেশ কঠিন কাজ। আর এবার যেন সেই কঠিন কাজটাই করে দেখতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন, প্রযোজক আমির খান ও কিরণ রাও।তিন খানকে যে একসাথে দেখা যাবে সেই খবরের শেষ কিন্তু এখানেই নয়।
জানা গেছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় নব্বইয়ের দশকের স্মৃতি উস্কে ওই সিনেমায় দিলওয়ালে ‘দুলহানিয়া যে জায়েঙ্গে’-র শারুখ অভিনীত জনপ্রিয় চরিত্র রাজের ভূমিকায় দেখা যাবে শারুখ খানকে। ইতিমধ্যে কিং খান ওই ক্যামিও চরিত্রের শুটিং সেরে ফেলেছেন। একইভাবে সালমান খানকেও দেখা যাবে ওই সিনেমায় নব্বইয়ের দশকের সুপারহিট সিনেমা ‘মেনে প্যার কিয়া’ র চরিত্রে অভিনয় করতে। তবে এখনো সালমান খানের শুটিংয়ের বিষয়ে কোনো চূড়ান্ত খবর জানা যায়নি। যাহ্রাও পুরো বিষয়টি এখনো ছবির নির্মাতাদের পোষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি।
প্রসঙ্গত সালমান ও শাহরুখ খান অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ও ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পেয়েছিলো যথাক্রমে ১৯৮৯ ও ১৯৯৫ সালে। আর দুটি সিনেমাই সেই সময় বক্সঅফিসে ছিল সুপারহিট সিনেমা।