বিনোদন

অবশেষে বাবার কথা ভেবেই সেন বাড়িতে ফিরবে দীপা? ‘অনুরাগের ছোঁয়া’ র আসন্ন পর্বে রয়েছে বড় চমক

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকটি হলো ‘অনুরাগের ছোঁয়া’। সাম্প্রতিক ধারাবাহিকের কয়েকটি পর্বে অনেক চমক দেখা গিয়েছে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, দীপা তার যমজ সন্তানের কথা জেনে যায়। তার পর সে তার দ্বিতীয় সন্তানকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই সুযোগে মিশকা নতুন ষড়যন্ত্র করে এবং দিপাকে বলে যদি সে সূর্যকে ডিভোর্স দেয় তবেই সে তার হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ দেবে। যদিও সেই সময় সেখানে সূর্য এসে পড়ায় দীপা মিশকার এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

এইমধ্যে দেখা যায় যে সূর্যের বাবা অসুস্থ হয়ে পড়েছে।সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে তার। কিন্তু চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠলেও অসুস্থতার ভান করে সে দিপাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। বাবার কোথায় সূর্য দিপাকে ফোন করে এবং তাকে হাসপাতালে আসার জন্য অনুরোধ জানায়। তার পর দীপা হাসপাতালে ছুটে আসে। এরপর সূর্যের বাবা দিপাকে বাড়ি ফিরতে বলে। তাহলে কি এবার সূর্যের বাবার কোথায় সেন বাড়িতে যাবেন দীপা? জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলি।

 

Back to top button