বিনোদন

ঠিক কিভাবে মৃত্যু হয়েছে সুশান্তের? AIIMS -এর ভিসেরা পরীক্ষাতে উঠে এলো বিস্ফোরক তথ্য

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ওঠে এসেছে অনেক প্রশ্ন। সুশান্তের মৃত্যুর পরেই খুলে গেছে বলিউডের অজানা সব পর্দা। সুশান্তের ময়না তদন্ত থেকে জানা যায় যে আত্মহত্যাই করেছেন সুশান্ত। এরপর AIIMS জানিয়ে দেয় যে টো সেপ্টেম্বরের মধ্যেই সুশান্তের মৃত্যুর যাবতীয় রহস্য বেরিয়ে আসবে। আর সেইসবের মাঝেই এবার বেরিয়ে এলো নতুন তথ্য।

সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তার নিজস্ব ফ্লাট থেকেই। তারপর সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কুপার হাসপাতালে। গত দু সপ্তাহ ধরেই কুপার হাসপাতালের চিকিৎসক ও AIIMS এর চিকিৎসকদের সাথে বৈঠক করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।
তারপর আবার সেই তদন্তের দায়ভার দেওয়া হয় এইমস কে। AIIMS -এর ফরেনসিক বিভাগীয় প্রধান সুধীর গুপ্তের সাথে মাইল তৈরী করা হয় একটি বিশেষ টিম। আর সেই বিশেষ দল জানিয়ে দেয় সুশান্তের ভিসেরা সঠিক ভাবে সংরক্ষণ করে রাখা হয়নি।

এই প্রসঙ্গে AIIMS এর চিকিৎসকরা জানিয়েছেন যে ’প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ৭৫ শতাংশ ভিসেরা ব্যবহার করেছিল মুম্বইয়ের ফরেন্সিক দল। কিন্তু বাকি ২৫ শতাংশ ভালোভাবে সংরক্ষণ করে রাখেনি। দিল্লির ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের প্রাপ্ত নমুনাটি এতটাই কম যে তা ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে। ভিসেরা নমুনা নিয়েই ১৮ সেপ্টেম্বর রাত পর্যন্ত পরীক্ষা চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা। এইমসের ফরেন্সিক বিভাগের হাতেই রয়েছে তা’।

এর আগে AIIMS এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে সুশান্তের ভিসেরা রেপোর আসবে শুক্রবার। আর সেই ভিসেরা রিপোর্ট হাতে এলেই রবিবারের মধ্যেই শিবিরের সাথে আলোচনা করে সেই রিপোর্ট তৈরী করবে AIIMS এর বিশেষজ্ঞরা। আর তারপরেই জানা যাবে সুশান্ত মৃত্যুর আসল রহস্য। আর তারপরেই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছিল সুশান্তের। এবার অপেক্ষার সেই ফরেনসিক রিপোর্টের ।

Back to top button