চ্যানেলের নিজস্ব প্রোডাকশনের ধারাবাহিক হয়েও বন্ধ হচ্ছে সকলের প্রিয় মিঠাই! মন খারাপ ভক্তদের
বাঙালি দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হলো ধারাবাহিক। সেই কারণে সন্ধ্যা হতেই বাড়ির মহিলারা নিজেদের প্রিয় ধারাবাহিকটি দেখার জন্য টিভির সামনে বসে পড়েন। কিন্তু চলতি বছরের শুরুতেই বাংলা টেলিভিশনের পর্দায় কোনও না কোনও সিরিয়ালের আসা আর যাওয়ার খবর লেগেই রয়েছে। নতুন ধারাবাহিক আনা নিয়ে স্টার জলসা ও জি বাংলা একে অপরকে জোর প্রতিযোগিতা দিচ্ছে। নতুন ধারাবাহিকগুলিকে স্লট দিতে গিয়ে পুরোনো ধারাবাহিকগুলিকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হচ্ছে।
বর্তমানে কোনো ধারাবাহিক টিআরপির তালিকায় ভালো ফল না করতে পারলে অকালেই টিভির পর্দা থেকে দূরে সরে যেতে হয় সেই ধারাবাহিকটিকে। তাই ক্রমাগত নিজেকে টিকে রাখার জন্য ধারাবাহিকগুলিতে দেখা যাচ্ছে নতুন নতুন টুইস্ট।
এরইমধ্যে ‘মিঠাই’, ‘গাঁটছড়া’র কিছু কিছু ধারাবাহিক আছে যেগুলি দুই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় টিকে রয়েছে।যদিও সম্প্রতি একাধিক চ্যানেলে নতুন ধারাবাহিকে স্লট দিতে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। জি বাংলায় পর্দায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। তারপরে মিঠাই ভক্তরা ভয় ভয় রয়েছে যে কবে মিঠাই ধারাবাহিকটি বন্ধ হওয়ার ঘোষণা হয়ে যাবে।
জি বাংলার পর্দায় আসা নতুন ধারাবাহিকটির নাম ‘ফুলকি।’ধারাবাহিকে প্রধান চরিত্রে আছে দিব্যানি মন্ডল। আর তাঁর বিপরীতে আছেন সোমরাজ মাইতি।ফলে জি বাংলা প্রোডাকশনের অন্য একটি ধারাবাহিক শেষ হওয়ার দিকে। জানা যাচ্ছে সন্ধ্যা ৬টার স্লটে ২৪শে এপ্রিল থেকে মুকুট এলে। রীতিমতো এই স্লট থেকে মিঠাইকে সরিয়ে দেওয়া হবে।
আসল ঘটনা হল গিল্ডের নিয়ম অনুযায়ী চ্যানেলের নিজস্ব প্রোডাকশন হাউজ থাকলে একসঙ্গে তিনটি ধারাবাহিক চালাতে পারবে তারা। বর্তমানে জি বাংলা প্রোডকশনের তিনটি ধারাবাহিক একসঙ্গে চলছে যেগুলো হলো মিঠাই, নিম ফুলের মধু, খেলনা বাড়ি।কিন্তু টিআরপির তালিকায় মিঠাইকে টেক্কা দিয়ে ওপরে উঠে গেছে নিম ফুলের মধু, খেলনা বাড়ি। তাই এবার ফুলকি কে জায়গা দিতে সরে যেতে হবে মিঠাইকে।