বিনোদন

বাংলা ধারাবাহিকে যেসব অভিনেত্রীরা করেছেন বাজিমাত, অভিনয়ের গুনে যারা সেরা

বাংলা ধারাবাহিক বাংলার সকল মা কাকিমাদের মনে জায়গা করে নিয়েছে। সন্ধ্যে নামলেই চলে ধারাবাহিক দেখার পালা। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখার মজাই আলাদা। মেয়েরা যেমন রাধঁতেও পারে তেমনই চুলও বাঁধতে পারে। আজকের প্রতিবেদনে সেই নারীদের নিয়ে অল্প অল্প গল্প কথা উপস্থাপন করবো যারা একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন এবং আজও একই ভাবে অভিনয় করে যাচ্ছেন। এবং মানুষের মনোরঞ্জন করে যাচ্ছেন।

বাংলা ধারাবাহিক বাংলার সকল মা কাকিমাদের মনে জায়গা করে নিয়েছে। সন্ধ্যে নামলেই চলে ধারাবাহিক দেখার পালা। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখার মজাই আলাদা। মেয়েরা যেমন রাধঁতেও পারে তেমনই চুলও বাঁধতে পারে। আজকের প্রতিবেদনে সেই নারীদের নিয়ে অল্প অল্প গল্প কথা উপস্থাপন করবো যারা একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন এবং আজও একই ভাবে অভিনয় করে যাচ্ছেন। এবং মানুষের মনোরঞ্জন করে যাচ্ছেন।

অঞ্জনা বসু নিজের ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। ছ এ ছুটি, বাই বাই ব্যাংকক সহ বহু বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তাছাড়াও বহু মেগা ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। “রবির আলো” দিয়ে তিনি সকলের নজরে আসেন অভিনেত্রী অঞ্জনা বসু। তবে বর্তমানে অন্যজন বসু ভারতীয় জানাটা পার্টির একজন সদস্য। এক হাতে সংসার অভিনয় ও রাজনীতি সমস্ত কিছুই সামলাচ্ছেন তিনি।

বাংলা টেলিভিশনের আর একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা। তার মনে রয়েছে উদারতা। দুপুর হলেই সকলের ড্রয়িং রুমে পৌছে যান তিনি। শেখান দুর্দান্ত লোভনীয় রান্না। অপরাজিতা এখন ৪৩ কিন্তু দিন দিন তার জেলা বেড়েই চলেছে। কখনো তিনি মডার্ন মা, তো কখনো শান্ত মিষ্টি বউ, যাকে দেখলে প্রাক্তন ভোলে তার অতীতকে।শুভ মহরৎ হোক বা প্রাক্তন বা ওপেন টি বায়োস্কোপ বা গয়নার বাক্স বা হামি নানান সিনেমাতে ভিন্ন রূপে দেখা গেছে দেখা গেছে অপরাজিতাকে।

জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতা’র অভিনেত্রী অন্যান্য চ্যাটার্জী। ‘দিন প্রতিদিন’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অনন্যা। রপর টুকরো টুকরো কাজ করলেও “ঋতুপর্ণ ঘোষ” এর “আবহমান (২০০৯)”, যা মুক্তি পায় ২০১০ সালে। এই সিনেমাটিতে অভিনয় করে স্বনামধন্য অভিনেত্রীর সম্মান পান তিনি। এমনকি ২০১২ সালে “কমলেশ্বর মুখোপাধ্যায়” পরিচালিত “মেঘে ঢাকা তারা” বাংলা সিনেমায় তিনি নীলকান্ত বাগচীর স্ত্রী দুর্গা হিসেবে অভিনয় করেন। এক কথায় তিনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছেন।

বাংলা টলিউডের একজন অন্যতম অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার। বহু সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি। কটা সময় শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে তার আত্মপ্রকাশ ঘটে। এখন তিনি ‘শ্রীময়ী’। কখনো ছিলেন ‘গোয়েন্দা গিন্নি’ তো কখনো তিনি ‘দহন’ এর ‘ঝিনুক’। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিজের অধিকার দখল করে রেখেছেন।

বাংলা ধারাবাহিক বা বাংলা সিনেমার জগতে মৌমিতা গুপ্ত একজন বেশ জনপ্রিয় অভিনেত্রী। তার জনপ্রিয়তাও রয়েছে প্রচুর। এই মৌমিতা গুপ্ত কেরিয়ার শুরু করেছিলেন ‘ এক আকাশের নীচে’ , ‘একদিন প্রতিদিন’ দিয়ে। তিনি যখন রেগে যান তখন দর্শকরাও ভয় পেয়ে যান তাকে দেখে।

Back to top button