পর্দায় আলিঙ্গন, চুম্বন, ঘনিষ্ঠ দৃশ্য ইসলামের পরিপন্থী! নয়া ফতোয়া জারি পাকিস্তানের টেলিভিশনের জন্য
পাকিস্তানের ছোটপর্দায় আর চুম্বন, আলিঙ্গন ও বিবাহিত যুগলের ঘনিষ্ট দৃশ্য আর দেখানো যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে সেইসব দৃশ্য ইসলামী শিক্ষা ও পাকিস্তানী সংকৃতির পরিপন্থী! এই ধরণের বিজ্ঞাপন দিয়ে নতুন নিয়ম জারি করেছে পাকিস্তানী টেলিভিশন নিয়ন্ত্রক সংস্থা।
নতুন জারি করা এমন ফতোয়া ঘিরে এখন শোরগোল পরে গেছে গোটা পাকিস্তানে। এই সিধান্ত সম্পর্কে ‘পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়ার রেগুলেটরী অথরিটি’ জানিয়েছে “সমাজের এক বড় অংশের দাবি, এই নাটকগুলিতে পাকিস্তানি সমাজের সঠিক ছবি ফুটে উঠছে না। সেই দিক বিচার করে এবার অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বা বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য যা অত্যন্ত অস্বস্তিকর সেগুলি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে”!
সেই সাথে নির্দেশ দিয়ে জানানো হয়েছে আলিঙ্গন, সাহসী পোশাক, শয্যা দৃশ্য কিংবা বিবাহবহির্ভূত দৃশ্য, এমনকি বিবাহিত যুগলদের মধ্যে ঘনিষ্ঠতার বিষয়টিকেও ইসলামী শিক্ষা ও পাকিস্তানের সংস্কৃতির পরিপন্থী হিসেবে দাবি করা হয়েছে! তাই নাটক সম্প্রচার করার আগে সিরিয়ালটিকে চ্যানেল কর্তৃপক্ষ ইন হাউজ মনিটরিং করার কথা বলা হয়েছে।
PEMRA finally got something right:
Intimacy and affection between married couples isn’t “true depiction of Pakistani society” and must not be “glamourised”
Our “culture” is control, abuse and violence, which we must jealously guard against imposition of such alien values pic.twitter.com/MJQekyT1nH
— Reema Omer (@reema_omer) October 22, 2021