বিনোদন

হাতে একতারা মুখে বাউল গান, গোটা ভারতকে মুগ্ধ করলেন বাংলার কন্যা, ভাইরাল ভিডিও

চলতি মাসে জি টিভিতে শুরু হয়ে গিয়েছে ভারতের সর্বকালের সেরা সিঙ্গিং রিয়েলিটি শো ‘সারেগামাপা’-র নতুন সিজন। জি বাংলার ‘সারেগামাপা’-র বেশ কয়েকজন শিল্পী অংশগ্রহণ করেছেন চলতি সিজনে। কারণ এটি জাতীয় স্তরের প্রতিযোগিতা। রয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)-রা। কিন্তু এবার জাতীয় মঞ্চে একতারা হাতে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিলেন অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)।

এর আগে জি বাংলা ‘সারেগামাপা’-র মঞ্চে অনন্যার কন্ঠে লোকসঙ্গীত প্রশংসিত হয়েছিল। এবার বাংলার মাটি থেকে উঠে আসা বাউল গানকে সমগ্র ভারতবর্ষের কাছে পৌঁছে দিলেন অনন্যা। বজবজের মেয়ে অনন্যা বাউল গানের হাত ধরেই পেরিয়ে গেলেন ‘সারেগামাপা’-র অডিশন রাউন্ড অর্থাৎ প্রথম ধাপ। একতারা হাতে নিয়ে বলিউড ফিল্ম ‘লুটেরা’-র গান ‘মনটা রে’ গাইলেন তিনি। তবে একদম নিজস্ব গায়কীতে। ফলে এখানেই বিচারকের প্রশংসার দাবিদার অনন্যা। প্রথমবার জাতীয় মঞ্চে গান গেয়ে সকলের মন জয় করে নিলেন তিনি। বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া (Himesh Reshmiya), বিশাল দাদলানি (Vishal Dadlani), শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)।

তাঁদের অনায়াসেই মুগ্ধ করলেন অনন্যা। একই সঙ্গে উচ্ছ্বসিত দেবজিৎ (Debjit), অনীক (Anik Dhar)-এর মতো বাঙালি গায়করাও। জুটির একশো শতাংশ ভোট পেয়েছেন অনন্যা। বাউল মেলায় ঘুরতে ঘুরতে একদিন বর্ধমানের আন্দুলে সাধনদাস বৈরাগী (Sadhandas Bairagi)-র আশ্রমে উপস্থিত হয়েছিলেন অনন্যা। শৈশব থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হওয়া অনন্যাকে টেনেছিল বাউল গান। এমনকি তাঁর পড়াশোনাও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিক নিয়ে।

অনন্যা জানিয়েছেন, সারেগামাপা জাতীয় স্তরের মঞ্চ। সেই কারণেই এখানে আসা। এই মঞ্চে পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ইচ্ছা আছে তাঁর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনন্যার গানের ভিডিও। ‘সারেগামাপা’-র জন্য অনন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

Back to top button