পিসেমশাইকে আটকাতে দুর্গারূপ ধারণ! ‘মেয়েবেলা’র দৃশ্য দেখে মুগ্ধ দর্শকরা
বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলোর মধ্যে একটি হলো মেয়েবেলা। কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিকটি সকল দর্শকদের নজর কেড়েছে। এই ধারাবাহিকের গল্পটি বাস্তব জীবনের সাথে মিল থাকায় দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। কিভাবে এক ছাদের নিচে থাকতে থাকতে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পকেই খুব সুন্দর ভাবে টিভির পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে। এবার এই সিরিয়ালের একটি পর্ব দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।
এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, ছোটবেলায় টিকলির উপর ঘটেছিল চরম নিন্দনীয় একটি ঘটনা। রঙ খেলার দিন মাত্র ৭ বছর বয়সে নিজের বড়ো পিসেমশাইএর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছিল টিকলিকে। সেই দিনের কথা ভাবলে আজও টিকলির গা শিউরে ওঠে। এদিকে আবার টিকলির অসুস্থতার সুযোগ নিয়ে বাড়িতে এসে হাজির হন তার বড় পিসি এবং পিসেমশাই। পিসেমশাইকে আবার সামনে দেখে টিকলির শরীর খারাপ হতে থাকে।
সিরিয়ালের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মিত্রবাড়িতে মৌ-ডোডোর জন্য সত্য নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। তবে সেখানে মেয়ে তপু এবং জামাই সুবোধকে ডেকে পাঠায় আম্মা। কিন্তু সুবোধ সেখানে এসে মৌয়ের সঙ্গে অসভ্যতা করে। সুবোধের এই কান্ড দেখে তাকে ঠাটিয়ে থাপ্পড় মারে বীথি। এরপর মৌ এবং পাপাই পুলিশের কাছে অভিযোগ করে আসে। সেই ভিত্তিতে বাড়ির বড় জামাই সুবোধকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ এসে হাজির হয়।
আর তখনই পুলিশকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে সুবোধ। তাকে ধরতে সঙ্গে সঙ্গে তাঁর পিছু নেয় মৌ। এরপরই সুবোধকে আটকাতে বাড়ির সকল মেয়ে দুর্গা রূপ ধারণ করে। তারপর সুবোধ ডোডোর গলা টিপে ধরতে গেলে মৌয়ের মাসি প্রথমে এসে সুবোধের মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারে। এরপর বাড়ির প্রত্যেক মেয়েরা পিসেমশাইয়ের ওপর লঙ্কার গুঁড়া ছুঁড়তে থাকে। এরপরই চোখে হাত দিয়ে সুবোধ এসে মৌয়ের পায়ের সামনে পড়ে যায়। সিরিয়ালের এমন পর্ব দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।