বিনোদন

বলিউড তারকাদের নিরাপত্তারক্ষীর বেতন কত জানেন? জানলে অবাক হবেন আপনিও

বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের ভক্ত এবং শত্রু দুয়েরই অভাব নেই। কোথাও যেতে হলে তাই তারা সবসময় বডিগার্ড সঙ্গে নিয়ে যান। বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের বডিগার্ডদের ভূমিকা তাই অনেক বেশি। তাদের বেতনের অংকটাও বেশি। যা শুনলে অবাক হবেন আপনি। আজ এই প্রতিবেদনে রইল বলিউড তারকাদের দেহরক্ষীদের বেতনের অংকটা।

শাহরুখ খান : বলিউডের বাদশা শাহরুখ খানের বডিগার্ড হলেন রবি। তিনি বহু বছর ধরে শাহরুখ খানকে আগলে রেখেছেন। বর্তমানে বছরে তিনি ২.৭ কোটি টাকা বেতন পান।

সালমান খান : ভাইজানের নিরাপত্তারক্ষীর নাম শেরা। সালমান খানের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন তিনি। সালমান তাকে নিজের ভাই বলে ভাবেন। বছরে তিনি ২ কোটি টাকা বেতন পান।

অক্ষয় কুমার : অক্ষয় কুমারের দেহরক্ষী হলেন শ্রেসে থেলে। তিনি বার্ষিক প্রায় ১.২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

অমিতাভ বচ্চন : অমিতাভ বচ্চনের বডিগার্ড হলেন জিতেন্দ্র। তিনিও দীর্ঘদিন ধরেই বলিউড শাহেনশাহর সঙ্গী হিসেবে রয়েছেন। তিনি বছরে প্রায় ১.৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

দীপিকা পাড়ুকোন : দীপিকা পাড়ুকনের দেহরক্ষী হলেন জালাল। তিনি দীপিকাকে আগলে রাখার জন্য বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা বেতন পান।

Back to top button