দিলীপ কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন, একটা প্রতিষ্ঠান, অভিনেতার মৃত্যুতে স্মৃতিচারণা শাশ্বতর
সিনেমা জগতে একের পর এক প্রতিভাবান তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে। কয়েকদিন আগেই চলে গেলেন অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজু কোশল। এবারে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তিনি ছয় দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক সমস্যার কারণে তাকে আইসিইউতেও রাখা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্তাহর উন্নতি হয়েছিল কিন্তু হঠাৎ নিভে গেল সেই প্রদীপ। আজ সকাল সাড়ে সাতটায় ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘নয়া দৌড়’ এর অভিনেতা। তার সাথে সাথে শেষ হয়ে গেল একটা যুগ।
তার অভিনয় সকলকে মুগ্ধ করতো। যেকোনো ধরণের চরিত্রে নিজেকে সমানভাবে উপস্থাপন করতে পারতেন অভিনেতা দিলীপ কুমার। ‘জোয়ার ভাটা’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা দীর্ঘদিন সুপারস্টার তকমা নিয়ে মুম্বাই ফিল্ম জগতে রাজ করেছেন।এই অভিনেতার মৃত্যুতে বলিউডের তারকারা শোকপ্রকাশ করেছেন। বাদ যাননি টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও।
স্মৃতিচারণ করলেন শাশ্বতও। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, মানুষ যখন জন্মায়, একটা জিনিস গোড়া থেকে ঠিক হয়ে যায়, সে একদিন মারা যাবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিছু মানুষ থেকে যান তাঁদের কাজের মাধ্যমে। সারা জীবনই প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনে থেকে যান। তেমনই একজন অভিনেতা হলেন দিলীপ কুমার। আজ আমি মনে করি, দিলীপ কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন, একটা প্রতিষ্ঠান। যেখান থেকে অনেক অভিনেতা অভিনয় শিখেছে। সেখানে অনেক বড় বড় নামও আছে। আমি কারও নাম বলতে চাই না। কিন্তু তাঁদের উপর দিলীপ কুমারের প্রভাব প্রচন্ড ভাবে স্পষ্ট।
আর বেশি কী বলব? এই ধরনের মানুষ সব সময়ই যুগের থেকে একটু এগিয়ে থাকে। তাঁরা এতটাই এগিয়ে থাকেন, সেই সময় হয়তো দেখবেন, দিলীপ কুমারের অভিনয় একরকম। আর তাঁর আশেপাশে যাঁরা অভিনয় করছেন, তাঁরা আর এক রকম। এটা আরও বেশি স্পষ্ট হবে। কারণ এ ধরনের অভিনেতাদের তো মৃত্যুর পরে মানুষ আরও বেশি করে আবিষ্কার করেন। আমি আশা করব, ওঁর পুরনো ছবিগুলো আরও বেশি করে টেলিভিশনের পর্দায় আসবে। ওঁর সঙ্গে বাকিদের তফাৎটা আরও বেশি করে মানুষের চোখে পড়বে।