বক্সঅফিস কাঁপাচ্ছে ধানুশ, ৪৬ কোটির সিনেমায় , লাভ ১৫ কোটি, উচ্চ্ছসিত ফ্যানেরা
ভারতে করোনা পরিস্থতিতের মাঝেও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি নিয়মিত করছে সিনেমা রিলিজ। যদিও তা আগের তুলনায় কম তবুও তারা বন্ধ রাখেনি দর্শকদের জন্য বিনোদনের সম্ভার। সম্প্রতি মুক্তি পেয়েছে লেখক-পরিচালক মারি সেলভরাজের ‘কর্নন’ সিনেমাটি। এই সিনেমার মুখ্য চরিত্রে আছেন দক্ষিণী তারকা তামিল সুপারস্টার ধানুশ। সিনেমাটি মুক্তি পাওয়ার পর কেড়ে নিয়েছে দর্শকদের মন। মহামারীর বাজারেও সিনেমাটি করেছে দারুন ফলাফল।
সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেশ জুড়ে করছে দুর্দান্ত ব্যবসা। এক বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ‘কর্ণন’ সিনেমাটি নির্মিত হয়েছে মোট ৪৬ কোটি টাকা খরচ করে। আর সারা বিশ্বে মুক্তি লেভার পর সিনেমাটি কালেকশন করেছে ৬১.৮ কোটি টাকা। যাহ্রাও এই সিনেমার স্যাটেলাইট সত্য বিক্রি করা হয়েছে জি তামিল ও অ্যামাজন প্রাইম ভিডিওতে স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব আর দুই প্লার্টফর্ম থেকে মোট উপার্জন হয়েছে ২১ কোটি টাকা। সবমিলিয়ে এই সিনেমায় লাভ হয়েছে ১৫.৮ কোটি টাকা।
প্রসঙ্গত, তামিল নাড়ু সরকারের অনুমতি ছিল মাত্র ৫০ শতাংশ আসন পূর্ণ রেখে খোলা যাবে সিনেমা হল আর সেই ঘোষণার প্রভাব পড়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতেও। তবুও সবমিলিয়ে বক্সঅফিসে দারুন সাফল্য লাভ করেছে ধানুশ অভিনীত সিনেমা ‘কর্ণন’।
বক্স অফিস সংগ্রহ
তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ : ২৬ কোটি
স্যাটেলাইট স্বত্ব (জি তামিল) : ৯ কোটি
ডিজিটাল (অ্যামাজন প্রাইম ভিডিও) : ১২ কোটি
অডিও (থিঙ্ক মিউজিক) : ৬০ লাখ
দেশের বাইরে : ৪.৫ কোটি
হিন্দি (ডাবিং স্বত্ব) : ৭.৫ কোটি
কর্ণাটকে সংগ্রহ : ৮ লাখ
কেরালায় সংগ্রহ : ৯ লাখ
তেলেগু (প্রেক্ষাগৃহ, স্যাটেলাইট ও ডিজিটাল) : ৫ লাখ
মোট সংগ্রহ : ৬১.৮ কোটি
লাভ : ১৫.৮ কোটি
View this post on Instagram