রান্না-অ্যাকটিং-শরীরচর্চা একহাতে সবটাই সামলাচ্ছেন তৃণা, বিয়ের আগেই দশভূজা অভিনেত্রী
টালিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে সৌজন্য আর গুনগুনের বাড়িতে বিয়ের সানাই বাজছে । সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।কিন্তু বাস্তবে এদিকে অভিনেতা নীল ভট্টাচার্য্যের সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী তৃনা সাহা।
আর বিয়ের আগেই দশভুজা অবতারে ধরা দিলেন অভিনেত্রী। কখনো রান্না, কখনো শুটিং আবার কখনো জিমসেশন একহাতে সবটাই সামলাচ্ছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী । যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রী তৃনা সাহা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অবতারে ভিডিও পোস্ট করেছেন।যা বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
প্রসঙ্গত, খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নীল-তৃনা। সকলের প্রিয় নিখিল অর্থাৎ নীলের সঙ্গে প্রায়ই নানা রকম ভিডিও ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়েন অভিনেত্রী তৃনা সাহা। নেটিজেনরাও মুখিয়ে থাকেন তৃনা ও নীলকে একসঙ্গে দেখার জন্য। তৃনা যেকোনো ভিডিও পোস্ট করলেই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনা ।
View this post on Instagram