বিনোদন

বিজয়ী হওয়া নিয়ে নানান তর্ক-বিতর্ক, অর্কদীপকে নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন প্রতিযোগী সমদীপ্তা

গত রবিবার জী বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সারেগামাপার মঞ্চে এদিন বসেছিল চাঁদের হাট। এদিন সারেগামাপার মঞ্চে বিজয়ী ঘোষিত হয় অর্কদীপ। তার বিজয়ী ঘোষিত হওয়ার পরেই তাকে নিয়ে চলতে থাকে একাধিক বিতর্ক। সেখানে অন্যান্য প্রতিযোগী অর্কদ্বীপ, বিদীপ্তা, নীহারিকা, রক্তিম, অনুষ্কা সকলকে পিছনে ফেলেও এগিয়ে যায় অর্কদীপ।

এই মুহূর্তে টলিউডের বিনোদন জগতে সবথেকে চর্চিত বিষয় হল অর্কদীপ। অনুষ্ঠান চিলাকালীন মানুষ সারেগামাপার গানের সম্পূর্ণ আনন্দ উপভোগ করেন। কিন্তু বিতর্ক তখনই ওঠে যখন সেই মঞ্চে বিজয়ী ঘোষিত হয় অর্কদীপ। বেশিরভাগ দর্শক ও শ্রোতারা অর্কদীপকে মানতে নারাজ। তাদের অধিকাংশের দাবী, এই জয়ের আসল হকদার হয় নীহারিকা কিংবা অনুষ্কা । সারেগামাপার সমস্ত বিচারক সহ অর্কদীপের মা-বাবা সম্পর্কের কুরুচিপূর্ণ মন্তব্য আসে নেট দুনিয়ায়। আর তাঁর প্রতিবাদ স্বরূপ ইমন থেকে শুরু করে জয় সরকার, রূপঙ্কর, লোপামুদ্রা প্রত্যেকেই লাইভে এসে তাঁদের মতোন করে বলেছেন।

এবারে সোশ্যাল মিডিয়ায় অর্কদীপের হয়ে মুখ খুললেন সমদীপ্তা। দক্ষিণ কলকাতায় তার বাবা মায়ের সাথে থাকে সমদীপ্তা। একসময় সমদীপ্তার গান এতটাই ভাইরাল হয়েছিল যে, যা নজরে এসেছিল লতা মঙ্গেশকরের। ওয়ার্ল্ড মিউসিক ডে-এর দিন এই গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সমদীপ্তা। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীত জগতের অনেক নামিদামি ব্যাক্তিত্ব এই বিষয়টিকে নিয়ে উপহাস করেছিলেন এমনকি বলেছিলেন যে, টাকা খাইয়ে এটি করা হয়েছে।

আর তারপরেই সমদীপ্তার খুব মন খারাপ হয়েছিল। সে ভেবেছিল এরকমটা না হলেও হত। তার সেই পূর্ব অভিজ্ঞতা থেকে সমদীপ্তা অর্কদীপ এর হয়ে বলেন যে,”প্রত্যেকেরই নিজস্ব মতামত পোষণ করার স্বাধীনতা আছে। কিন্তু তাই বলে এভাবে বলা কি উচিত? ” সমদীপ্তা নেটিজেনদের উদ্যেশ্যে ছুড়ে দিলেন সেই প্রশ্ন। সমদীপ্তার এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই পোস্টটি।

Back to top button