দীপাবলিতে পটাকা বক্সে পরিণীতি, জানালেন আতশবাজি না পোড়ানোর আহ্বান
দীপাবলিতে বাকি সব নায়িকাদের মতোই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াও অনিচ্ছাকৃত ভাবে একটি পতাকা ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়ে গেছেন। অর্থাৎ তার অনুমতি ছাড়াই একটি পতাকা কোম্পানির বাক্সে ব্যবহার করা হয়েছে তার ছবি। যদিও সেই সংস্থার হয়ে কোনও কাজ করেনি ৩২ বছর বয়স্ক এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিপিএম ফ্লাওয়ার পট’ নামক ওই পটাকা ব্র্যান্ডের কয়েকটি প্যাকেটের ছবি তুলে শেয়ার করেছেন দীপক কালভোর নামে এক ব্যক্তি। যার ক্যাপশনে মজা করে তিনি লিখেছেন- “পরিণীতি জানতাম না আপনি এই ব্র্যান্ডের জন্য কাজ করেছেন।”
দীপকের ওই টুইটের জবাবে পরিণীতি চোপড়া দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন -‘“হাহাহা। দয়া করে কেউ বাজি পোড়াবেন না। নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে দিওয়ালি উদযাপন করুন।”
আসলে দীর্ঘ কয়েক বছর ধরেই বাজির প্যাকেটের গায়ে অভিনেতা ও অভিনেত্রীদের ছবি ছাপা হচ্ছে তাদের অনুমতি না নিয়েই। আর ফলে পরিণীতি চোপড়াও সেই অনিচ্ছাকৃত ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়ে পড়েছেন। আর এক্ষেত্রে কেবল পরিণীতি চোপ্ৰাই নন এই অনিচ্ছাকৃত শুভেচ্ছা দূত হয়ে পড়েছেন অনেক সেলিব্রিটিরা।প্রসঙ্গত,পরিণীতি চোপড়া এখন ব্যস্ত রয়েছেন ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের জীবনী নিয়ে নির্মিত ছবির কাজ নিয়ে।