বিনোদন

ছেঁড়া জিনস নিয়ে মেয়েদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর! সমালোচনার জবাব দিলেন বচ্চন নাতনি নভ্যা

সম্প্রতি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিংহ রাওয়াত মেয়েদের চেরা জিন্স পড়া নিয়ে করেছেন বিতর্কিত মন্তব্য। সদ্য মুখ্যমন্ত্রীর আসনে বসা বিজেপির এই নেতা জড়িয়ে পড়লেন বিতর্কে। মেয়েদের চেরা জিন্স পড়ার বিষয়ে শালীনতার পাঠ পড়াতে গিয়ে তিনি পরে গেছেন বিতর্কের মধ্যে। বিভিন্ন মহল থেকে তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। আর এবার পিছিয়ে থাকলেন না অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও। কিছুদিন আগেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দেরাদুনে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস আয়োজিত একটি ওয়ার্কশপে গিয়ে মন্তব্য করেন যে মেয়েরা চেরা জিন্স পরে, তার বাড়িতে ছেলে -মেয়েদের সঠিক পরিবেশ দিতে ব্যর্থ।

আর সেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পালা জবাবে নভ্যা নাভেলি নন্দা ইনস্টাগ্রামে লেখেন ‘তোমার মানসিকতা বদলানো উচিত মেয়েদের পোশাক বদলের পরামর্শ দেওয়ার আগে। কারণ একমাত্র চমকে যাওয়ার মতো বিষয় হল এই ধরণের মন্তব্য যা সমাজকে দেওয়া হচ্ছে। ভাবতে পারছি না…. ’।

জেনে নেওয়া যাক ঠিক কি বলেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ?

মুখ্যমন্ত্রীর কথায় ,‘ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন। কোথায় থেকে শেখানো হচ্ছে এসব? স্কুল বা শিক্ষকদের কী কোনও ভুল রয়েছে? আমরা ছেলেকে ছেঁড়া জিনস পরিয়ে কোথায় নিয়ে চলেছি তাকে? মেয়েরাও ছেঁড়া জিনস পরছে। এটা কি ভালো? সকলে পশ্চিমী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে দৌড়চ্ছেন। যেখানে পশ্চিমী দেশগুলো আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিনস পরছেন?’

নভ্যা তার ইন্সটা স্টোরিতে নিজের একটি চেরা জিন্স পরে ওঠা ছবি পোস্ট করেন ও ছবির ক্যাপশনে লেখেন ‘হ্যাঁ, আমি ছেঁড়া জিনস পরি, এবং ধন্যবাদ… খুব গর্বের সঙ্গে আমি ছেঁড়া জিনস পরি’।

প্রসঙ্গত, নভ্যা শুরুর থেকেই নারীর ক্ষমতায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামেশাই সরব। তিনি বর্তমানে আরা’(Aara) নামক একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত। এছাড়াও তিনি প্রোজেক্ট নভেলি (Project Naveli)-র প্রতিষ্ঠাতা। নভ্যার প্রজেক্ট নভেলির মাধ্যমে তিনি দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের খুঁজে তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করেন। সমাজের মধ্যে লিঙ্গ-ব্পিষম্য দূর করে প্রোজেক্ট নভেলির মূল লক্ষ্য।

Back to top button