মাত্র ১০দিনেই সিরিয়ালে মুখ বদল! ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে এল বড় পরিবর্তন
জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। যেখানে এক টেক্সি চালক মেয়েকে নিয়ে গল্প বুনেছে পরিচালক । গত ১২ এপ্রিল থেকে সম্প্রচার শুরু হয়েছে এই সিরিয়ালের।এই সিরিয়ালে প্রধান চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জী। যদিও এখনো পর্যন্ত টিআরপির তালিকায় সেরা ১০ এর মধ্যে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। তবে ধীরে ধীরে দর্শকদের বেশ প্রিয় হয়ে উঠছে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি।
কিন্তু এর মধ্যেই ঘটে গেলো এক অবাক করা কান্ড। ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে সাত্যকির পরিবার ছিল একান্ন বর্তী। সকলেই মিলে মিশে থাকতো সেই পরিবারে। যেখানে পরিবারের সবচেয়ে বয়স্ক ছিলেন সাত্যকির ঠাম্মি অলকানন্দা রায় । যিনি রমার চরিত্রে অভিনয় করছিলেন এতদিন। হঠাৎ এই চরিত্রে অলকানন্দার পরিবর্তে দেখা যাবে কল্যাণী মণ্ডলকে।
অলকানন্দাকে এর আগে দেখা গিয়েছিলো ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ। যেখানে পরমের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । কিন্তু এবার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’- এ রমার চরিত্রে অভিনয় করতে করতে মাঝ পথে বের হয়ে গেলেন এই অভিনেত্রী। কিন্তু কেন তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে বড়োলোক বাড়ির একমাত্র মেয়ে উর্মি অর্থাৎ অন্বেষা হাজরা। সে ছোট থেকেই বেশ আদর পেয়েই বড় হয়ে উঠেছে। পরিবারকে খুশিতে রাখার জন্য নাচ, গান, কবিতা, সবই শিখেছে তবে অল্প অল্প। তবে সে মন দিয়ে ট্যাক্সি চালানো শিখতে চায় এবং নিজের পায়ে দাঁড়াতে ট্যাক্সি চালানোকেই বেছে নেবে পেশা হিসাবে। আর এর পিছনে পুরো হাত রয়েছে সাত্যকির অর্থাৎ ঋত্বিক মুখার্জীর।