সামর্থ্য নেই দুবেলা পেটপুরে খাওয়ার! অসহায় শিশুদের বিনামূল্যে ইলিশ-ভাত খাওয়ালেন অভিনেতা সোহম
বিশ্বত্রাস করোনা ভাইরাস প্রতিরোধে কিছুদিন আগেই সারা দেশে পালন করা হয়েছিল লকডাউন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে গোটা ভারত। কিন্তু এই লকডাউনের সময় প্রবল আর্থিক কষ্টে দিন কাটিয়েছেন অনেকে। আর তাদের মধ্যে এখনোও অনেকেই কাজ হারিয়ে হয়ে পড়েছেন অসহায়। আর এমন পরিস্থিতিতে অনেকের হয়তো দু বেলা কাৱৰ ঠিক ঠাক ভাবে জুটছেনা আর তার মাঝে ইলিশ মাছ খাওয়ার কথা তা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না !
এ বছর সাধারণ মানুষরাও ইলিশ ঠিক ভাবে কিনতে পারেনি। কারণ বাজারে ইলিশ এলেও তার দাম অনেক মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের নাগালের বাইরে। তাই এবার সেদিকে খেয়াল করেই টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী নিজের উদ্যোগেই সমাজের দুস্থ ও অবহেলিত শিশুদের ইলিশ মাছ খায়ানোর ব্যবস্থা করলেন।
অভিনেতা সুমন চক্রবর্তী ও তার সোহমের হাসিখুশি ক্লাবের উদ্যোগে এই রবিবার কলকাতার বড়ানগরের টোবি রড সংলগ্ন একটি এলাকায় আয়োজন করা হয়েছিল ইলিশ উৎসব। আর এই ইলিশ উৎসব ছিল সম্পূর্ণ আলাদা রকমের। কারণ এই ইলিশ উৎসবে অংশ গ্রহণ করেছিল সমাজের দুস্থ ও অসহায় শিশুরা।এই অসহায় শিশুরা হয়তো কোনোদিন দু বেলা ঠিক মতো খেতেই পারেনা তাই তাদের অন্তত কিছুটা সুখ ও ইলিশের স্বাদ দিতেই অভিনেতা সোহমের উদ্যোগেই নেওয়া হয়েছে এই মানবিক উদ্যোগ।
আর এই মহান কাজের সমস্ত দায়িত্ব সামলেছে অভিনেতা সোহমের হাসিখুশি ক্লাব। কারণ অভিনেতা সোহম করোনা পজিটিভ হওয়ার কারণে এখন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। তাই তিনি এই ইলিশ উৎসবে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু হাসি খুশি ক্লাবের সদস্যরা অসহায় ওই বাচ্চাদের ইলিশ -ভ্যাট খাইয়ে মুখে হাসি ফুটিয়েছে।