বিনোদন

শুটিংয়ের মাঝেই হয়ে গেলো ব্রেন স্ট্রোক, আইসিইউ-তে ভর্তি ‘আশিকি’ স্টার রাহুল রায়

বলিউডে আশিকী খ্যাত সুপারহিট নায়ক রাহুল রায় এর শুটিং চলাকালীন হলো ব্রেন স্ট্রোক। শুটিং স্থল থেকে তৎক্ষণাৎ এই তারকাকে ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রের শেষ খবর অনুযায়ী বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত রয়েছেন স্থিতিশীল অবস্থায়। তিনি চিকিৎসাতে সাড়া দিচ্ছেন বলে জানা গেছে। সুপারস্টারের আরোগ্য কামনা করছে তার ফ্যানেরা।

জানা গেছে রাহুল রায় সম্প্রতি কার্গিলে ‘LAC- লিভ দ্য ব্যাটল’ নামে একটি ছবির শ্যুটিং করছিলেন। সেখানে অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছর বয়স্ক এই অভিনেতার মাথায় আচমকা শুরু হয়ে যায় রক্তক্ষরণ। সেখান থেকে ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তাকে নিয়ে আসা হয় শ্রীনগরের হাসপাতালে। আর সেখান থেকেই তাকে নিয়ে আসা হয় মুম্বাইয়ে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বলিউডে আবির্ভাব হয় অভিনেতা রাহুল রায়ের। তার প্রথম ছবি ‘আশিকি’ ছিল সেই সময়ের সুপার হিট সিনেমা। সেই সিনেমা তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিলো। আশিকি সিনেমার গান এখনো লোকের মুখে মুখে শোনা যায়। আশিকি সিনেমার রিমেক তৈরী হলেও এখনো পুরোনো সিনেমাটি লোকের কাছে ভিশন প্রিয়।

‘আশিকি’ সুপারহিট হওয়ার পর আরও অনেক সিনেমাতেই অভিনয় করেছেন এই তারকা আর সেই সিনেমাগুলি হলো ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’৷একাহার এই তারকা ২০০৫ -এর বিগবস চ্যাম্পিয়ন ছিলেন। এরপর এই অভিব্যেটা ২০১৭ সালে যোগ দেন রাজনীতিতেও।

Back to top button