বিনোদন

অক্ষয় কুমারের ধারেকাছেও নেই বলিউডের শাহরুখ, আমির ও সালমানরা!

পুরোনো নিয়ম মেনেই এবারেও জনপ্রিয় মার্কিন মেগাজিন ফোর্বস প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ১০০ জন তারকার তালিকা।বিখ্যাত ওই মেগাজিনের প্রতিবেদনে এবার বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারীর তালিকায় রয়েছে জনপ্রিয় মার্কিন মডেল কাইলি জেনার।তবে সবথেকে অবাক করা বিষয় হলো এই তালিকায় ভারতীয় তারকাদের মধ্যে উপার্জনে শীর্ষে রয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। তার ধারে কাছে নেই বলিউডের পর্দা কাঁপানো তিন খানের নাম।

সম্প্রতি ফোর্বসের প্রকাশ করা প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের অর্থাৎ ২০২০ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় ৫২ তম স্থানে রয়েছেন বলিউডের খিলাড়ি বলে পরিচিত অক্ষয় কুমার। শুধু তাই নয় ফোর্বসের তালিকায় তিনি একমাত্র ভারতীয় তারকা হিসেবে পেয়েছেন ওই স্থান বাকি তারকারা নেই ধারে কাছে।

ওই প্রতিবেদনে দেখানো হয়েছে অক্ষয় কুমারের এখন বার্ষিক আয় ৪৮.৫ মিলিয়ন ডলার বা ৩৫৬ কোটি টাকা।
তবে গত বছর ফোর্বসের তালিকায় অক্ষয় কুমারে ছিলেন ৩৩ তম স্থানে এবার তিনি বেশকিছুটা পিছিয়ে অর্জন করেছেন ৫২ তম স্থান। কিন্তু এই উপার্জনের মাধ্যমেও তিনি পেছনে ফেলে দিয়েছেন হলিউডের নামী তারকাদের। সেই তালিকায় রয়েছেন উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, কেটি পেরি, লেডি গাগা ও জেনিফার লোপেজ।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

Back to top button