করোনার জেরে দর্শকের আড়ালে ছিলেন ‘ফেলনা’, প্রিয়জনদের হারানোর বেদনা নিয়ে এবার লিখলেন ছোট্ট মেঘনা
সারা দেশের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গেও জারি হয়েছে লকডাউন। গত বছরের তুলোনায় শক্তিশালী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে গোটা ভারতবর্ষ। সকলের একটাই চিন্তা কবে এই মারণ ভাইরাসের থেকে মুক্তি পাওয়া যাবে। আর ভালো লাগছে না লকডাউন, বাড়িতে বসে বসে বোরিং হচ্ছে সকলে। পাশাপাশি বহু মানুষ হারিয়েছে কাজ। অক্সিজেনের অভাবে মরছে মানুষ। এরকম অবস্থায় আমরা জানতে পেরেছি ছোট পর্দার জনপ্রিয় শিশুশিল্পী ‘ফেলনা’ ওরফে মেঘন চক্রবর্তী কী করছে।
লকডাউনের জেরে বর্তমান বন্ধ রয়েছে শ্যুটিং ফ্লোর। সকলেই গৃহবন্দী। এই অবস্থায় ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের ‘ফেলনা’ সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখলেন,”আর কি ভালো লাগে? করোনা কত জেঠু, কাকু, দিদিদের কেড়ে নিল। কত কাছের লোকদের কষ্ট দিল। বাবা তো এখনও কষ্ট পাচ্ছে, মা বাবার জন্য চিন্তা করছে। বন্ধুদের সঙ্গে খেলা, সে তো দু বছর ধরেই নেই। দাভাই এর বড়ো ক্লাস, পড়া বেশি, খেলার সময় কম। টিচার দের সঙ্গে ভালো করে কথা বলবো কি করে ক্লাসের মধ্যে? কেউ তো কারো বাড়ি যেতেই পারে না। পড়া সব করেও, কতক্ষন youtube kids, Netflix kids দেখতে ভালো লাগে? বন্ধুদের সঙ্গে conferencing করলেও বেশিক্ষণ তো হয় না। আমার বার্বি রা, কিচেন সেট, খেলার জিনিস গুলো একঘেয়ে লাগে। কত গুলো গল্প পড়লাম। সবাই যেন কষ্টে আছে। আর কত দিন এইরকম ভালো লাগে? ধুর…”।
View this post on Instagram
বাংলা ধারাবাহিকে ষ্টার জলসায় জনপ্রিয় নতুন ধারাবাহিক হল ‘ফেলনা’। এই ধারাবাহিকে অভিনয় করছেন প্রথম কাদম্বিনীর বিনি। মেঘনা চক্রবর্তী এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয়ে সকলে দর্শক তাকে খুব পছন্দ করে।ষ্টার জলসায় তার ‘ফেলনা’ ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার তার অভিনয়ে মুগ্ধ সকলে।
মেঘন ক্যালকাটা গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। অভিনয়ের পাশাপাশি সে নাকি স্কুলে যেতে ভীষণ পছন্দ করে। এমনকি তার স্কুলে ৫টি বন্ধুও আছে।বাস্তব জোবনে এক ভাই এক বোন ও তার একটাই বড় দাদাও আছে। স্কুকলে যেতে পছন্দ করে মেঘনা কিন্তু ইংরেজি পড়তে ও শিখতে একদম পছন্দ করে না। অবশ্য এর জন্য মার্ বকুনিও খায়। বকুনির পাশাপাশি মায়ের হাতের চিকেন কষা খেতে খুবই পছন্দ করেন।