Sourav: হৃত্বিক নয়, রণবীরও নয়! সৌরভের বায়োপিকে অভিনয় করবেন বলিউডের তারকা অভিনেতা
বাংলার গর্ব ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট দলের একজন জনপ্রিয় অধিনায়ক। কিন্তু বর্তমান ক্রিকেট জগৎ থেকে বিরতি নিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে ক্রিকেট কন্ট্রোল কাউন্সিলের ৩৯ তম বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। গত ৮ ই জুলাই সৌরভ গাঙ্গুলির ৪৯ তম জন্মদিন। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। মহারাজের জন্মদিনে বাঙালি ক্রিকেটপ্রেমীরা আনন্দে আত্মহারা। এবার সত্যিই কি হতে চলেছে দাদার বায়োপিক? সংবাদমাধ্যমে একথা পরিষ্কারভাবে স্বীকার করলেন মহারাজা। তিনি নিজের বায়োপিকের জন্য সম্মতি দিয়েছেন।
সম্প্রতি দ্বারা ছিল ৪৯ তম জন্মদিন তার পাশাপাশি এদিকে তার বায়োপিকের কথায় আপ্লুত সমস্ত ফ্যানেরা। এবার দাদার বায়োপিক দেখা যাবে বড় পর্দায়। সংবাদ মাধ্যমে তিনি বলেন, তার বায়োপিক তৈরি হবে হিন্দিতে। এতে দেখানো হবে আন্তর্জাতিক ক্রিকেটে মহারাজের প্রবেশ। তারপর ধীরে ধীরে একজন নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে ওঠার গল্পও। তাছাড়া অবশ্যই থাকবে অধিনায়ক হয়ে দলের নেতৃত্ব দেওয়ার গল্পও। শুধু তাই নয় লর্ডসের স্টেডিয়ামে মহারাজার ড্রেস খুলে ঘোরানোর দৃশ্যও তার এই বায়োপিকে দেখানো হতে পারে।
এর আগেও কথা উঠেছিল যে সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরী হবে। দাদা সৌরভ গাঙ্গুলিকে বহুবার প্রোডাকশন হাউজের সাথে বৈঠক করতে দেখা গেছে। VIACOM এর ব্যানারে আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। শুরু হয়ে কাজ। চলছে স্ক্রিপ্ট লেখার কাজ । কিন্তু সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু বলেননি মহারাজ।
তবে এখন বড় প্রশ্ন সৌরভের চরিত্রে অভিনয় করবেন কে ? কলকতার সৌরভের ফ্যান ক্লাবের ফাউন্ডার মেম্বার রতন হালদার সংবাদ মাধ্যমকে বলেছেন ‘সৌরভের বায়োপিকে যদি দাদা নিজেই অভিনয় করতেন, সেটাই সবচেয়ে ভালো হতো। তবে আমাদের মনে হয়, রণবীর কাপুরের থেকে পরমব্রত চট্টোপাধ্যায়কে বেশি মানাবে সৌরভ হিসেবে। পরমব্রতর সঙ্গে চেহারার মিলও রয়েছে।’ তবে সব গুঞ্জনকে চাপিয়ে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন বলে শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে যে পরিচালক আর বাল্কি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করে দিয়েছেন। তিনি এক বাঁহাতি ব্যাটসম্যান কে নিয়ে বানাতে চলেছেন তার নতুন সিনেমা আর সেই সিনেমায় মুখ্য চরিত্রে কাজ করছেন মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। সেই সাথে শোনা যাচ্ছে অভিশেষ ছাড়াও এই সিনেমায় কাজ করবেন বেশ কিছু ক্রিকেটার। আর এই খবর ছড়িয়ে পড়া মাত্রই সৌরভ গাঙ্গুলীর ফ্যানেরা জল্পনা শুরু করে দিয়েছেন মহারাজের ফ্যানেরা যে হয়তো অভিষেক বচ্চনই অভিনয় করতে চলেছেন সৌরভ গাঙ্গুলীর নতুন বায়োপিকে !