বিনোদন

বলিউড সেলিব্রিটি ও কোটিপতি হয়েও নেই অহংকার, ফার্মহাউসে চাষের অর্থ গরীবদের দান করেন নানা পাটেকর

বলিউডের একজন অতি জনপ্রিয় অভিনেতা হলেন নানা পাটেকর। বিপুল সম্পত্তির মালিক হয়েও নেই কোনো অহংকার। কিন্তু তা সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষের মত জীবনযাপন করেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে জিতে নিয়েছেন বহু পুরস্কার। পাটেকার ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার ‘বাসু’ চরিত্রের মাধ্যমে বলিউডে অভিনয় জগতে পা রাখেন।১৯৮৯ সালে ‘পারিন্দা’ সিনেমার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হন অভিনেতা নানা পাটেকার।

নানা পাটেকর বলিউডের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। তিনি অনেক বড় বড় বাজেটের ছবিতে অভিনয় করেছেন। অভিনয় দক্ষতার দ্বারা তিনি আট থেকে আশি বয়সী মানুষের মন কেড়ে নিয়েছেন।সুতরাং তার হাই লাইফস্টাইল বা তথাকথিত হাইপ্রোফাইল লাইফস্টাইল জীবন যাপন করতে তিনি পারেন না। প্রায় ৪০ বছরেরও বেশি তিনি কাটিয়ে দিয়েছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

 

 

যেটা জানা যায় যে অভিনেতার সম্পত্তির পরিমান রয়েছে ৪০ কোটি। তাঁর রয়েছে বিলাসবহুল একটি ফার্ম হাউস, দামি যানবাহন। বিলাসবহুল ফার্ম হাউসে রয়েছে সাতটি বড় রুম একটি বিরাট হলঘর। তাছাড়া অভিনেতা নিজের ফার্মহাউসের চারিদিকে ধান গম ছোলা চাষ করেন। শুধু তাই নয় তিনি একেকটা ছবিতে অভিনয়ের জন্য এক কোটি টাকা করে নিতেন। এই ফসল বিক্রি করে যে অর্থ উপার্জন হয়, সেই অর্থ তিনি সেখানকার কাজ করা লোকেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন।

তার এই উডর মানসিকতার জন্য সকলেই তাকে ভালোবাসেন। তিনি একজন অন্য মাপের অভিনেতা। তার এই বিরাট উচ্চ মন ও সাধারণ জীবনযাপন নিয়েই খুশি থাকেন তিনি। সবশেষে এটাই বলা যায় যে তিনি শুধু অভিনেতা হিসেবেই নন একজন ভালো মনেরও মানুষ।

Back to top button