বিনোদন

সালমান খানকে বিয়ের প্রস্তাব নারী সাংবাদিকের, যা বললেন বলিউড ভাইজান

ব্যক্তি জীবনে বহুবারই বিয়ের প্রস্তাব পেয়েছে বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। শুক্রবার আবুধাবির আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন তিনি। আর সেখানে হলিউডের এক নারী সাংবাদিকের কাছ থেকে পেলেন বিয়ের প্রস্তাব।
অনুষ্ঠানে এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন।’ তবে হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান খান। উত্তরে তিনি বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।’

ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, অ্যালিনা খলিফে ঐ নারী সাংবাদিক জানান— তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাকে দেখেই তার প্রেমে পড়েছেন তিনি। তখন সালমান মজা করে বলেন, আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন। পরে ঐ নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে ঐ নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অনেকেই লাইক কমেন্টস করেছেন।

Back to top button