বিএমডাব্লিউ ও টয়োটা গাড়ি রয়েছে বাড়িতে, অভিনেতা যশের ব্যক্তিগত সম্পত্তির পরিমান কত?
যশ দাসগুপ্ত এখন ব্যস্ত রয়েছেন আসন্ন নির্বাচনের প্রচার নিয়ে। তিনি এখন ব্যস্ত রয়েছেন প্রতিদিনের ভোট প্রচার নিয়ে। চলতি বছরের ১৭ ই ফেব্রুয়ারী কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়ের হাত থেকে তিনি হাতে তুলে নেন গেরুয়া শিবিরের দলীয় পতাকা। অপরদিকে যশের রাজনীতিতে পদার্পন কে স্বাগত জানিয়েছেন টলিউড অভিনেতা দেব। তিনি যশকে রাজনীতিতে স্বাগত জানিয়ে লিখেছেন “আদর্শগত পার্থক্য থাকলেও যশের প্রতি তাঁর শুভেচ্ছা সবসময় থাকবে। যশ দেবের টুইটের উত্তর দিয়ে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আদর্শগত পার্থক্য থাকলেও তাঁদের দুজনের লক্ষ্য মানুষের জন্য কাজ করা।”
টলিউড সুপারস্টার দেব বরাবরই বিখ্যাত হয়ে আছেন তার সৌজন্যবোধের জন্য। কিছুদিন আগেও বিজেপিনেতা সৌমিত্র তাকে হলদিয়ার প্রধান্ত্রী নরেন্দ্র মোদির সভাতে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌমিত্র খাঁ। কিন্তু দেব সেই সময় সৌমিত্রবাবুকে বলেছিলেন ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন যে হলদিয়ার সভাতে উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব না। অপরদিকে যশ যখন বিজেপিতে যোগ দেন তখন তাকে নিয়েই শুরু হয় ট্রল। এছাড়াও অনেকেই তার নারী আসক্তি নিয়েও ট্রল করেছেন সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগেই দক্ষিণেশ্বরের মন্দিরে একসাথে দেখা গিয়েছিলো যশ, নুসরাত ও তৃণমূল নেতা মদন মিত্র কে। টলিউডে এখন জোর গুঞ্জন যে যশ ও নুসরাত রয়েছেন সম্পর্কে। আর তারপরেই প্রশ্ন উঠেছে যশ ও নুসরাতের রাজনৈতিক অবস্থান নিয়ে। যশ নুসরাত প্রসঙ্গে বলেছেন ‘রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে।’
এরমধ্যেই আবার যশকে নিজের ব্যক্তিগত সম্পত্তির পরিমান জানিয়ে খসড়া জমা দিতে হয়েছে নির্বাচন কমিশনের কাছে। যশ এখনো পর্যন্ত ২ কোটি ১০ লক্ষ টাকার মালিক যশ। এছাড়াও তার কাছে রয়েছে এলআইসি ও পোস্ট অফিসে রয়েছে একটি একাউন্ট ও সেই সাথে ব্যাংকের সেভিংস একাউন্টে রয়েছে ৫০ হাজার টাকা। এছাড়াও যশের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি একটি হলো ৩২ লক্ষ টাকা দামের বিএমডাব্লিউ। অপরটি হলো ৩২ লক্ষ ৯০ হাজার টাকা দামের টয়োটা গাড়ি।
যশের জীবনে ইতিমধ্যে ফিরে এসেছেন পুনম ঝা অপরদিকে যশের জীবনে সমান ভাবেই রয়েছে নুসরাতের অবস্থান। সোশ্যাল মিডিয়ায় এখনো চলছে ট্রল।