বলিউড গানে নীল-তৃণা রোম্যান্স, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্য ও অভিনেত্রী তৃনা সাহার প্রেম নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।নীল-তৃনা কখন কোথায় যাচ্ছে, কি করছে এই সব কিছু জানার জন্য ভক্তদের আগ্রহের শেষ থাকে না । টালিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তৃনা-নীলের প্রেমের সম্পর্কের কথা।
শুধু তাই নয়, মাঝে মধ্যেই নীল-তৃনা সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি ভিডিও পোস্ট করে নজর কাড়ে ভক্ত-নেটিজেনদের। আর এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নীল-তৃনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা আপাতত ভাইরাল নেটদুনিয়ায় । যেখানে দেখা যাচ্ছে, রুফটপে মনোরম পরিবেশের হাওয়াতে নীলকে পাশে পেয়ে তৃণার মাথায় রোম্যান্স ছাড়া আর কিছুই আসছে না। সেই সঙ্গে চলছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও অভিনেতা রণবীরের গান।
প্রসঙ্গত, দূর্গা পুজোর প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত নীল ভট্টাচার্য্য মেতে উঠেছিল হয় হুল্লোড় আড্ডায়। কখনো বা প্রেমিকা তৃনা সাহার সঙ্গে। আবার কখনো বা বন্ধুদের সঙ্গে।তবে এই সবের মাঝে নীলের একটি ভিডিও বেশ নজর কেড়েছিল ভক্ত-নেটিজেনদের । তবে সেখানে নীলের সঙ্গে তৃনাকে দেখা যায়নি। বরং দেখা গিয়েছে তিয়াশা রায়কে অর্থাৎ ‘কৃষ্ণকলি’র শ্যামাকে। যেখানে একটি গানের সঙ্গে মেতে উঠেছিলেন নীল-তিয়াশা।
View this post on Instagram