অপেক্ষা করছে বড় চমক, ‘আলো-ছায়া’র অভিনেত্রী দেবাদৃতা বসু এবারে ফিরছেন কৃষ্ণভক্ত মীরার চরিত্রে
টেলিভিশনের পর্দায় দুটি জনপ্রিয় ধারাবাহিক চ্যানেল হল জী বাংলা আর ষ্টার জলসা। দুটি চ্যানেলের লড়াই আজ থেকে নয় ১০ বছর ধরে এই দুটি চ্যানেলের মধ্যে চলে বিরোধ। কোন ধারাবাহিক কার থেকে কতটা টিআরপি নিয়ে এগিয়ে থাকবে। জী বাংলায় একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল আলো-ছায়া। এটি সকলের একটি প্রিয় ধারাবাহিক ছিল। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিক বন্ধ হয়ে গেল। অবশ্য এর সঠিক কারণ জানা যায়নি।
এই জনপ্রিয় ধারাবাহিক সম্পর্কে এই ধারাবাহিকের অভিনেত্রী দেবাদৃতা বসু বলেছিলেন যে, এর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। তাছাড়া অভিনেত্রীও একটু ব্রেক নেওয়ার কথা ভেবেছিলেন। তার পাশাপাশি অভিনেত্ৰেয়ীর কাছে আরো কাজের অফার এসেছিল। কিন্তু এবারে অভিনেত্রীকে ষ্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মিরা’ ধারাবাহিকের প্রমোতে দেখা গেল। এই শনিবারই প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রমো।
এই নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণের চরিত্রে অব হিনোলি করবেন ভাগ্যলক্ষী সিরিয়ালের শুভ ওরফে প্রারব্ধি সিংহ। হিন্দি টেলিভিশনের ধারাবাহিকে এই মীরাকে নিয়ে অনেকবার তৈরী হয়েছিল সিরিয়াল। যোধপুর শহরের প্রতিষ্ঠাতা মান্দরের রাও যোধার নাতনি ছিলেন রাজকুমারী মীরা। খুব অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল। মাত্র ২০ বছর বয়সেই বিধবা হয়ে যান মীরা। তারপর স্বামীর মৃত্যুর পরে কৃষ্ণ নাম জপ করেই দিন কাটাতেন মীরা। অবশ্য ছোটবেলা থেকেই কৃষ্ণের ভক্ত ছিলেন মীরা।
View this post on Instagram
তিনি শুধু একজন কৃষ্ণ ভক্তই ছিলেন না। তার পাশাপাশি তিনি কৃষ্ণকে নিয়ে তেরোশো ভোজনগীতি লিখেছিলেন এই মীরা। যার মাধ্যমে মীরা নিজের প্রেমের কথা কৃষ্ণের কাছে প্রকাশ করেছেন মীরা। কিন্তু এবারে দেখার পালা দেবাদৃতা কতটা সার্থক ভাবে মীরার চরিত্রে অভিনয় করতে পারে। এই নতুন ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।