বিনোদনঅফবিট

‘কাঁচা বাদাম’-এর রিমিক্স গানে যুবতীর সাথে নাচ ভুবন বাদ্যকরের! ভিডিও দেখে তীব্র কটাক্ষ নেটিজেনদের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক খাচ্ছে একজনেরই গানের গলা, যার নাম ভুবন বাদ্যকার। বীরভূমের দুবরাজপুর এর বাসিন্দা ভুবন, বাদাম বিক্রি করেই জীবিকা অর্জন করতেন। জীবিকা অর্জন করার জন্য তিনি বেছে নিয়েছিলেন গানকে। নিজেই গান রচনা করতেন, তাতে নিজেই সুর দিতেন, আর গলা ছেড়ে গান গাইতেন। আচমকাই যেন ভুবনের ভাগ্যের চাকাটা ঘুরে গেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেলেন ভুবন বাদ্যকার তার বাদাম বাদাম গানের মধ্য দিয়ে। ভারতবর্ষের নয়, কাঁটাতারের সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে শুরু করে বিদেশেও ভুবন বাদ্যকার এর গান পৌঁছে গেছে। আপাতত ভুবন বাদ্যকার ভাবছেন, তিনি এবার স্টেজ শো করবেন এবং নতুন করে অ্যালবাম তৈরি করবেন। সবচেয়ে ভালো কিন্তু রানাঘাটের রানু মন্ডল এর অবস্থা কিভাবে সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বাইতে। তারপরে অহংকার পতনের কারণ। রানু মন্ডলের বর্তমান পরিস্থিতি যে খুবই সাংঘাতিক যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের আরও একবার আলড়োন ফেলেছে ‘কাঁচা বাদাম’ -এর নতুন রিমিক্স সং। ভাইরাল ওই গানে দেখা যাচ্ছে বাদাম কাকু বলে খ্যাত ভুবন বাদ্যকর ম্যাজিকের তালে সুন্দরী যুবতীর সাথে কোমর দুলিয়ে গাইছেন গান , ভিডিওতে দেখে সোশ্যাল মিডিয়ায় বাদাম কাকুকে নিয়ে উঠেছে কটাক্ষের ঝড়। আপনারাও দেখেনিন ভাইরাল সেই ভিডিওটি –

Back to top button