বিনোদন

“তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমাকে খুব মিস করবো ছানা দাদু”

মারা গেলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। তিনি আজ রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিট সময়ে প্রয়াত হন। বাংলা অভিনয় জগতের অন্যতম নক্ষত্র সৌমিত্র চ্যাটার্জি মারা গেলেন ৮৫ বছর বয়সে।গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলো যে সৌমিত্র বাবুর অবস্থা এখন আশংকা জনক। তার শারীরিক অবস্থা রয়েছে অত্যন্ত সংকটে। তিনি এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না । আর আজ দুপুরেই এলো সেই দু সংবাদ।গত ৪০ দিন ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্রবাবু।

টালিউড অভিনেতা দেব সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘যেখানেই থেকো ভালো থেকো তোমাকে খুব মিস করবো ছানা দাদু’।

টালিউড অভিনেতা জিৎ লিখেছেন, ‘বাংলা সিনেমার রাজা চলে গেলো, একটা অধ্যায় সমাপ্তি। সারাজীবন তিনি সকলের হৃদয়ে বেঁচে থাকবেন বলে শ্রদ্ধা জানিয়েছেন।’

টালিউড অভিনেতা আবির চাটার্জিও শোকাহত সৌমিত্রের মৃত্যুতে। আবির সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘সকলের প্রিয় কিংবদন্তি চলে গেলেন অন্তিম বিদায় জানিয়ে, তোমাকে মিস করব,সিনেমাও তোমাকেও মিস করবে’।

বছরের শুরুতে বাবাকে হারিয়ে এবং বছরের শেষে জেঠুকে হারিয়ে পুরো ভেঙে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টালিউড পরিচালক রাজ্ চক্রবর্তীও। অরিন্দম শীলও শোকাহত সৌমিত্রের মৃত্যুতে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর মধ্যে দিয়ে ভারতীয় সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের শেষ হলো। যেভাবে তিনি প্রতি প্রজন্মের অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে গিয়েছেন, তা সত্যিই আগামী প্রজন্মের অভিনেতাদের কাছে শেখার বিষয়। আর তাই হয়তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান হওয়ার পরেও, তিনি সদা উজ্জ্বল হয়ে থাকবেন রুপোলি পর্দায়।

Back to top button