‘অশ্লীল ভাষায়’ বাংলা টিভি সিরিয়াল অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, অভিনেত্রী শেয়ার করলেন সেই পোস্ট
জনপ্রিয় বাংলা সিরিয়াল অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় খারাপ ভাষায় অশ্লীল ইঙ্গিত করলেন এক ব্যক্তি। সেই সাথে ওই ব্যক্তি অভিনেত্রীকে দিয়েছেন ধর্ষণের হুমকি। আর এই পোস্টার পরেই আয়েশার পাশে দাঁড়িয়েছেন তার বন্ধু পরিবার ও শুভাকাঙ্খীরা। আয়েশার অনেক বন্ধুই সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন।
ছোটপর্দার পরিচিত মুখ হলেন আয়েশা ভট্টাচার্য্য।সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি তিনি শিকার হয়েছেন অশ্লীল আক্রমনের। জনপ্রিয় এই অভিনেত্রীকে কদর্য ও খারাপ ভাষায় করা হয়েছে আক্রমণ। সেই সাথে ধর্ষণের হুমকি যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়।
যদিও বুধবার নিজের সোশ্যাল মিডিয়াতে আয়েষা আত্রেয়ী ভট্টাচার্য ওই পোস্টার স্ক্রিন শট শেয়ার করেছেন সেই সাথে তিনি ওই পোস্টে ট্যাগ করেছেন কলকাতা পুলিশ ও সাইবার ক্রাইম কে। যারা এই কাজ করেছেন তাদের মানসিউক রোগী বলে আখ্যা দিয়েছেন বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী। এই মুহূর্তে আয়েশা আত্রেয়ী ব্যস্ত আছেন ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে।
Wow!! What a nice thought!! Mental patient..
Erai actually rapist. Manoshik rugi…@siladitya69 god bless you dear ❤️
Posted by Ayesha Bhattacharya on Wednesday, 18 November 2020