অনিচ্ছাকৃত সিঁদুর অনুষ্কা শর্মার কপালে, সমালোচনা নেট দুনিয়ায়, আবারো বিপাকে ইউটিউব চ্যানেল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা বর্তমানে বেবি বাম্পের জন্য ভাইরাল হচ্ছেন নেটদুনিয়ায়। প্রতিদিনই কোনো না কোনো ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। আর এবার এমনি একটি ছবি পোস্ট করে নেটিজেনদের সমালোচনার সৃষ্টি হলো।
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। যেখানে অনুষ্কাকে দেখা যাচ্ছে সাদা রঙের কুর্তি পরে দাঁড়িয়ে ছবি তুলতে। আর সেই ছবিতেই প্রথমবার সিঁদুর পড়তে দেখা যায় অনুষ্কা শর্মাকে। তবে আসল কথা এটা নয় ।অনুষ্কার পোস্ট করা ছবিটি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে।যেখানে কপালে একফটাও সিঁদুর নেই অনুষ্কার। তবে ওই ছবিটিতে ফটোশপ করে কেউ সিঁদুর বসিয়ে দিয়েছে অনুষ্কার কপালে ।
View this post on Instagram
কেউ নিজে থেকে সিঁদুর পড়বে কি পড়বে না সেটা তার নিজস্ব ব্যাপার।তাই বলে বাইরের কোনো ব্যক্তি অন্যের ব্যাপারে ঢুকতে পারবে না। আর এমনি এক কান্ড ঘনিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার ছবি পোস্ট করেছেন এক ইউটিউব চ্যানেল। যার ফলে বিপাকে পড়তে হলো সেই ইউটিউব চ্যানেলকে।
This came up on my YouTube right now and I noticed something off with the picture.
They literally added the sindoor to her pictures.
I’m – pic.twitter.com/Vu4sZWR8Sb— ruta (@baateinvaatein) November 19, 2020