বিনোদন

১০ বছর ধরে লুকিয়েছেন অসুখের কথা, অবশেষে নিজেই জানালেন অনিল কাপুর

বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন অনিল কাপুর। ৯০-এর দশকের সিনেমায় তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে রাজ করেছিলেন রুপোলি পর্দাতে। তার অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমা সেই সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর তার ‘মাই নাম ইজ লক্ষণ’ গানের সাথে নাচ এখনো তার পরিচয় করিয়ে দেয় বাকিদের কাছে একজন সুপারস্টার হিসেবে।

অনিল কাপুরের বয়স ৬৩ হলেও এখনো তার ফিটনেস দেখে হিংসে করেন বলিউডের বহু তারকারা। কিন্তু তিনি ফিট থাকলেও তিনি আক্রান্ত হয়েছেন একটি বিরল রোগে। আর সেই বিরল রোগে তিনি ভুগছেন টানা ১০ বছর ধরে। আর করছেন সেই কঠিন রোগের সাথে লড়াই।

সম্প্রতি ইন্সট্যাগারমে তিনি সেই অসুখের কথা জানিয়ে চিকিৎসকের সাথে একটি ছবি পোস্ট করেছেন। তিনি জানান যে অ্যাকিলিস টেন্ডন নামে কঠিন রোগ বাসা বেঁধেছে তার শরীরে।

আর এই বিরল রোগটি সাধারণত হয়ে থাকে দৌড়বিদদের। এই রোগে আক্রান্ত হলে পায়ের গোড়ালির উপরের অংশের টিসু ক্ষয়ে যেতে থাকে। আর তারফলে মানুষ হারিয়ে ফেলতে পারে তার চলার ক্ষমতা।

চিকিৎসকরা এই রোগের জন্য অনিল কাপুরকে অস্ত্রপ্রচার করার জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু অনিল কাপুর তাতে রাজি হননি বরং তিনি চিকিৎসকের পরামর্শ মতো শরীরচর্চা করেই নিজেকে চলা ফেরা করার মতো ফিট রেখেছেন।বেশির ভাগ সময় তাকে হাঁটতে হয়। বেশিক্ষণ বসে থাকলেই বিপদ বাড়ে তার। রোগকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত যোগ করেন অনিল কাপুর।

Back to top button