বক্স অফিস কাঁপাতে আসছে ‘পুষ্পা ২’, প্রকাশ্যে আল্লু অর্জুন-এর নতুন লুক, টিজার দেখে মুগ্ধ ফ্যানেরা
আল্লু অর্জুন এবং রাশ্মিকা মন্দনা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা সিক্যুয়েল তৈরির কথা ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল ‘পুষ্পা ২’ ডাবল ধামাকা নিয়ে আসবে। আর এবার তারই লুক এল প্রকাশ্যে। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পুষ্পাঃ দ্য রাইজ’। এই ছবির মাধ্যমে দক্ষিণী তারকা থেকে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছিল অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রশ্মিকা মান্দানা ‘ন্যাশানাল ক্রাশ’ তকমা পান।
‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা আগেই জানিয়েছিলেন, এই ছবির সিক্যুয়েল নিয়ে আসবে তারা। তবে দীর্ঘ অপেক্ষার পর কয়েক মাস আগে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ এর শুটিং। অবশেষে জন্মদিনের আগের দিন রীতিমতো সবাইকে চমকে দিয়ে আল্লু অর্জুন ‛পুষ্পা ২’-র ঝলক আনলেন প্রকাশ্যে। আর তাতে রীতিমতো ঝড় তুলেছে আল্লু অর্জুন। ‛পুষ্পা ২’-এ তার লুকটি কেমন জানেন?
আল্লু অর্জুন-এর লুকটিতে দেখা যাচ্ছে যে, অভিনেতার সারা শরীর জুড়ে নীল বর্ণ। গলায় বাহারি হার সহ একাধিক মালা, কানে ভারী দুল ও দু হাত ভর্তি চুড়ি, নাকে নথ এবং কপালে টিপ। আল্লু অর্জুন এই নতুন লুক দিয়ে আবারও একবার ঝড় তুললেন। তবে এর আগে এমন রূপে কখনও দেখা যায়নি আল্লু অর্জুনকে। এছাড়া প্রকাশ্যে এসেছে ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার।
ওই টিজারে দেখা যাচ্ছে যে, নিখোঁজ রয়েছে পুষ্পা। আর তাকে খুঁজে পেতে মরিয়া গোটা শহরবাসী। অনেকেই মনে করছেন পুষ্পা মারা গেছে। আবার কেউ কেউ বলছে সে মরেনি বেঁচে আছে। তবে এখন দেখার যে এই ছবি কতটা দর্শকদের মনজয় করতে পারবে।