বক্স অফিস কাঁপাতে আসছে আল্লু অর্জুন, প্রকাশ্যে ‘পুষ্পা ২’র প্রথম টিজার
আল্লু অর্জুন এবং রাশ্মিকা মন্দনা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা সিক্যুয়েল তৈরির কথা ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল ‘পুষ্পা ২’ ডাবল ধামাকা নিয়ে আসবে। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পুষ্পাঃ দ্য রাইজ’। এই ছবির মাধ্যমে দক্ষিণী তারকা থেকে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছিল অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রশ্মিকা মান্দানা ‘ন্যাশানাল ক্রাশ’ তকমা পান।
‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা আগেই জানিয়েছিলেন, এই ছবির সিক্যুয়েল নিয়ে আসবে তারা। তবে দীর্ঘ অপেক্ষার পর কয়েক মাস আগে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ এর শুটিং। বুধবার প্রকাশ্যে আসে ছবির টিজার। নায়িকা রশ্মিকার জন্মদিন আজ। সেই উপলক্ষ্যে তাঁর নতুন লুক এবং ‘পুষ্পা ২’ এর প্রথম টিজার প্রকাশ্যে আনেন নির্মাতারা। ছবির টিজারে দেখা গিয়েছে, গুলিতে আহত পুষ্পা তিরুপতি জেল থেকে পালিয়েছে। এখন একটাই প্রশ্ন, পুষ্পা গেল কোথায়?
তবে এই টিজারে আল্লুর কোনো লুক দেখানো হয়নি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘পুষ্পা ২’র প্রথম টিজার এবং নায়িকা রশ্মিকার লুক। জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল বিকেল ৪:০৫ মিনিটে বিস্তারিত প্রকাশ্যে আনা হবে।