অল্প বয়স থেকেই সামলাতে হয়েছে সংসারের সমস্ত দায়িত্ব, শৈশবের কষ্টের কথা নিজের মুখেই জানালেন তিথি
একসময় স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ‛মা’ সিরিয়ালের কথা আশাকরি কারোর অজানা নয়। টানা পাঁচ বছর চলেছিল এই ধারাবাহিক। মূলত মা-মেয়ের একে অপরকে খোঁজার কাহিনী নিয়ে গড়ে উঠেছিল এই ধারাবাহিক। আর এই সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনজয় করে নিয়েছিলেন শিশুশিল্পী তিথি বসু। আর এই সিরিয়ালই তাকে সাফল্য এনে দিয়েছে জীবনে।
তবে, মা’ সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক এখন যুবতী। সদ্য কলেজও পাশ করেছে। অভিনয় জগত থেকে এখন বেশ কিছুটা দূরে সরে রয়েছে তিথি। কিন্তু সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ তিথি। সে নিজের জীবনের নানান কাহিনী তুলে ধরে নেট দুনিয়ার পাতায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে বেশ কিছু কথা বললেন তিনি। তিথি জানান, তার জীবনের সবথেকে বড় পরীক্ষা হল যখন তার বাবা সবকিছু ছেড়ে চলে যায়। গোটা সংসারের দায়িত্ব এসে পরে তার উপর। খুব কষ্ট করেই সে সব সময় অতিক্রম করেছে।
অবশ্য এখন সবকিছু সামলিয়ে আবারো নতুন করে শুরু হয়েছে তার পথ চলা। খুব অল্প বয়স থেকেই প্রেম করতেন তিনি। গত বছরেই ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়েও অকপট ছিলেন অভিনেত্রী।